শনিবার ● ২১ মার্চ ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » জরিমানা করায় নারী ম্যাজিস্ট্রেটকে মারতে এলো বিদেশ ফেরত যুবক
জরিমানা করায় নারী ম্যাজিস্ট্রেটকে মারতে এলো বিদেশ ফেরত যুবক
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের কালীগঞ্জে দুবাইফেরত মিজানুর রহমান মিজান বাইরে ঘোরাঘুরি করায় এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে অভিযানে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তার সঙ্গে থাকা পুলিশের দুই সদস্যকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করতে উদ্যত হন প্রবাসী মিজানুর রহমান ও তার দুই ভাই। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চাঁচড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ আসার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান ওই গ্রামের মনতেজ শেখের ছেলে প্রবাসী মিজানুর রহমান মিজান ও তার দুই ভাই জাহিদ ওরফে কালু ও সাইদ হোসেন। গ্রামবাসীরা জানায়, ৪-৫ দিন আগে দুবাই থেকে দেশে আসেন মিজান। তিনি আসার পর থেকে হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে ঘোরাঘুরি করতে থাকেন। এলাকার লোকজন তাকে বোঝালেও তিনি মানছেন না। অভিযানের সঙ্গে থাকা পুলিশের এএসআই লিটন আলী বলেন, আমরা দুইজন এ্যাসিল্যান্ড স্যারের সঙ্গে ভ্রাম্যমাণ আদালতে যায়। এরপর বিদেশফেরত ওই ব্যক্তিসহ তার দুই ভাই আমাদেরকে মারধর করার চেষ্টা করে। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার বলেন, মিজানুর রহমান বাড়ি আসার পর থেকে বাইরে ঘোরাঘুরি করছেন। এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে তিনি শুক্রবার ওই গ্রামে যান। সেখানে গিয়ে আমি মিজানুর রহমানকে বলি, আপনি বাইরে ঘোরাঘুরি করছেন কেন? তিনি তখন মসজিদে নামাজ পড়ার কথা বলেন। আমি তাকে বাড়িতে নামাজ পড়ার কথা বললে, তিনি সেটা মানেননি। তখন তার দাবি অনুযায়ী সরকারি আদেশ পালনে দেশে ফেরার কাগজ দেখানোর অনুরোধ করি। তিনি কাগজ না দেখিয়ে অকথ্য ভাষা ব্যবহার করেন। আমাদেরকে এক প্রকার লাঞ্ছিত করে। এরপর কাগজপত্র না দেখিয়ে খলিলুর রহমানকে তথ্যদাতা ভেবে তাকে আমাদের সামনে মারতে উদ্যত হয় এবং পুলিশ ও আমার উপর চড়াও হয়। তিনি আরও জানান, এ সময় ইউএনও স্যার ও কালীগঞ্জ থানার ওসিকে বিষয়টি জানালে থানা থেকে অতিরিক্ত ফোর্স আসার আগেই আসামিরা পালিয়ে যায়। মোবাইল কোর্টে বিচার না হওয়ায় নিয়মিত মামলা করার জন্য নির্দেশ প্রদান করা হয়। এরপর শুক্রবার রাতে পুলিশ চাচড়া গ্রাম থেকে প্রবাসী মিজানুর রহমান কে আটক করে নিজ বাড়িতে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন। প্রবাসী মিজানুর রহমান চাচড়া গ্রামের মনতেজ শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূপালী সরকার।
ঝিনাইদহে করোনা প্রতিরোধে ইজিবাইক চালকদের মাঝে মাস্ক বিতরণ
ঝিনাইদহ :: ঝিনাইদহে করোনা প্রতিরোধে ইজিবাইক চালকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে শহরের পায়রা চত্বরে জেলা অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির। শ্রমজীবি মানুষের করোনার হাত থেকের্ ক্ষা করতে সকালে শহরের পোস্ট অফিস মোড়, পায়রাচত্বর, আরাপপুর, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় সমিতির ১ হাজার সদস্যকে মাস্ক দেওয়া হয়। এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মোমেন, সহ-সভাপতি বশির উদ্দিন, কোষাধ্যক্ষ লিটন লস্কর, সদস্য হাবিবুর রহমান, হাবিবুর রহমান, সজিব দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় জানানো হয় ইজিবাইক চালকরা দিনের বিভিন্ন সময় নানা মানুষের সাথে চলাচল করে। যে কারণে তাদের সাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক দেওয়া হলো।
ঝিনাইদহে সিঙ্গাপুর প্রবাসীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
ঝিনাইদহ :: ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকায় সিঙ্গাপুর প্রবাসী হাসান আলী (৩৫) নামের এক জনকে কোয়ারান্টাইনে না থাকার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক এ রায় প্রদান করেন। সিঙ্গাপুর প্রবাসী হাসান আলী সদরের পাগলাকানাই এলাকার শমসের আলীর ছেলে। ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাঁন মোঃ আব্দুল্লা আল মামুন জানান, গত ১২ মার্চ হাসান আলী সিঙ্গাপুর থেকে বাড়িতে এসেছে। স্বাস্থ্য বিভাগ জানতে পেয়ে তাকে ১৪ দিনের কোয়ারান্টাইনে থাকার কথা বললেও সে তা না মেনে প্রকাশ্যে শহরের ঘুরে বেড়াচ্ছিলেন। এমন সংবাদ পেয়ে পুলিশ তাকে ঝিনাইদহ সদর থানায় নিয়ে আসে। আইন না মেনে লোকালয়ে আসার অপরাধে তাকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আরো ১৫ দিন হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
কোটচাঁদপুরে প্রবাসী হোম কোয়ারেন্টাইনে না থাকায় প্রবাসিকে জরিমানা
ঝিনাইদহ :: করোনা ভাইরাসের সংক্রামন ঠেকাতে দেশব্যাপি বিদেশ ফেরত ব্যক্তিদের ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা থাকলেও কোটচাঁদপুরের এক প্রবাসী এ নির্দেশনা না মানায় তাকে ভ্রাম্যমান আদালত জরিমানা করেছে। একই আদালত বেশী দামে চাউল বিক্রি করার অপরাধে দুই চাউল ব্যবসায়ীকে জরিমানা করে। অপর দিকে শুক্রবার ৫শতাধীক আমন্ত্রিত অতিথিদের নিয়ে বিয়ে অনুষ্ঠান প্রসাশন বন্ধ করে দিয়েছে। কোটচাঁদপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মাহাবুবুল আলম জানান, উপজেলার সলেমানপুর গ্রামের দাশ পাড়ার মনিরুদ্দীনের ছেলে সিঙ্গাপুর প্রবাসী মিণ্টু কয়েক দিন আগে দেশে ফেরেন। তাকে উপজেলা প্রশাসন থেকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিলেও তিনি তা না মেনে উন্মুক্ত চলা ফেরা করতেন। এমন খবরে বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমান আদালত বসিয়ে মিণ্টুকে ২০হাজার টাকা জরিমানা করেছেন। এরপর ওই আদালত কোটচাঁদপুর শহরের চাউল ব্যবসায়ী দীপংকর অধিকারী এবং রতন কুমার সাহাকে বেশী দামে চাউল বিক্রি ও মূল্য তালিকা না থাকার অভিযোগে দুজনাকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (নির্বাহী ম্যাজিষ্টেট) নাজনীন সুলতানা, এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর থানা কর্তা মাহাবুবুল আলম। এ ছাড়া কোটচাঁদপুর মেইন বাসষ্টেশন পাড়ার মোশারফ হোসেনের মেয়ের বিয়েতে শুক্রবার ৫শতাধিক আমন্ত্রিত অতিথি ছিল উপজেলা প্রশাসন এটিও বন্ধ করে দিয়েছে। ফলে মোশারফ হোসেন বৃহস্পতিবার রাতে ফেসবুকে এ স্টাটাসে আমন্ত্রিত অতিথিদের বিয়ে অনুষ্ঠানে যোগ না দেয়ার অনুরোধ করেছেন। পৌর অডিটোরিয়ামে বিয়ে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। ফলে বিয়ে অনুষ্ঠানটি হচ্ছে তা খুবই স্বল্প পরিসরে।
সাধুহাটিতে করোনা ভাইরাস থেকে মুক্তিতে দোয়া ও সচেতনা মূলক আলোচনা
ঝিনাইদহ :: ঝিনাইদহ সদর উপজেলার ১নং সাধুহাটিতে ইমামদের নিয়ে করোনা ভাইরাজ হাত থেকে মুক্তির জন্য দোওয়া ও সচেতনা মুলক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টায় সাধুহাটি ইউনিয়ন পরিষদে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১নং সাধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী নাজির উদ্দীনের সভাপ্রতিত্বে পরিষদের মেম্বর ও এলাকার গন্যমান্য ব্যক্বির্গ আলোচনা করেন। পরে সাধুহাটি জামে মসজিদের ইমাম মোঃ তাহাজ উদ্দীন দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন। দেশ ও জাতীর মঙ্গল কামনায় দোয়া করা হয়।
কালীগঞ্জে এক ইউনিয়নে ৫ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে
ঝিনাইদহ :: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১ নং সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের বিদেশ ফেরত ৫ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু। হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা হলেন, কাদিরকোল গ্রামের দুবাই ফেরত বোরাক হোসেনের ছেলে মোঃ শাহাজান আলী, সিংদহ গ্রামের দুবাই ফেরত মজিবর রহমানের ছেলে গোলাম মোস্তফা, সিংদহ গ্রামের ভারত ফেরত জ্যোতিষ দাসের ছেলে বানী কান্ত দাস, সিংদহ গ্রামের মালয়েশিয়া ফেরত আব্দুল কুদ্দুসের ছেলে বিদ্যুত হোসেন ও কমলাপুর গ্রামের সৌদি আরব ফেরত মতলেব খা এর ছেলে হুজুর আলী। ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু জানান, জনস্বার্থে উল্লেখিত প্রবাস ফেরত ব্যাক্তিদের সরকারি নির্দেশনা অনুযায়ী ১৪ দিন গৃহ অন্তহীন থাকার জন্য বলা হয়েছে এমতাবস্থায় তাদেরকে প্রকাশ্যে চলাফেরা করা দেখলে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করার জন্য অনুরোধ করা হইল এবং গত দুই মাসের মধ্যে যারা বিদেশ থেকে ফিরেছে তাদের বিষয়ে ইউনিয়ন পরিষদে রিপোর্টে করতে বলা হয়েছে।