শনিবার ● ২১ মার্চ ২০২০
প্রথম পাতা » গুনীজন » ড. ধর্মসেন মহাস্থবির আর নেই
ড. ধর্মসেন মহাস্থবির আর নেই
রাউজান :: বাংলাদেশের সংঘরাজ নিকায়ের সর্বোচ্চ ধর্মীয় গুরু, আন্তর্জাতিক খ্যাতিমান বৌদ্ধ পন্ডিত, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য দ্বাদশ সংঘরাজ ড. ধর্মসেন মহাস্থবির আজ শনিবার ২১ মার্চ রাত ১২টা ৫৮ মিনিটে ঌ২ বছর বয়সে চট্টগ্রাম নগরীর রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন। তিনি গত ১ জানুয়ারি থেকে চট্টগ্রামের রয়েল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মহামান্য সংঘরাজ ড. ধর্মসেন মহাস্থবির মায়ানমার সরকার কর্তৃক অগ্গমহাসদ্ধর্মজ্যোতিকাধ্বজ, শ্রীলংকা সরকার কর্তৃক ত্রিপিটক সাহিত্য চক্রবর্তী, থাইল্যান্ড সরকার কর্তৃক ওয়ার্ল্ড পিস মডেল, জাপান সরকার কর্তৃক সুপ্রিম বুড্ডিস্ট লিডার এ্যাওয়ার্ড সহ ‘অতীশ দীপংকর ও বিশুদ্ধানন্দ’ স্বর্ণপদক অর্জন করেন।
প্রয়াত ভদন্ত ড. ধর্মসেন মহাস্থবির চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার ঊনাইনপূরা লংকারাম বিহারের আজীবণ বিহার অধ্যক্ষ ছিলেন।
দ্বাদশ সংঘরাজ ভদন্ত ড. ধর্মসেন মহাস্থবিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাংলাদেশ ছাড়াও বহিঃ বিশ্বে থাকা বাংলাদেশী বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।