শনিবার ● ২১ মার্চ ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে ইতালি ফেরত আরো এক প্রবাসী কোয়ারেন্টাইনে : মোট ১৩ জন
বান্দরবানে ইতালি ফেরত আরো এক প্রবাসী কোয়ারেন্টাইনে : মোট ১৩ জন
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে ইতালি ফেরত আরো এক প্রবাসীকে সদর হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গত শুক্রবার (২০ মার্চ) রাতে স্থানিয়দের সহযোগিতায় পুলিশ ও মেডিকেল টিম তাকে বান্দরবান সদর হাসপাতালে কোয়ারেন্টাইনে দিয়ে আসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবারে উপ-শহর বালাঘাটা লেমুঝিড়ি এলাকার বাসিন্দা ইতালি প্রবাসী মোঃ বেলাল গত (৯ মার্চ) ইতালি থেকে বাংলাদেশে আসার পর থেকে এলাকায় অবাধে ঘোরাফেরা করছিল। পরে বিষয়টি ছাত্রলীগের নেতা-কর্মীদের নজরে আসলে সদর থানা পুলিশের সহযোগিতায় স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিমসহ তাকে সদর হাসপাতালে কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এমএ হাকিম বলেন, ইতালি ফেরত প্রবাসী বেলাল ও তার পরিবারের সদস্যরা লেমুঝিড়ি এলাকায় নতুন ঘর নির্মাণ করে বসবাস করেন। তারা এলাকায় নতুন হওয়ায় ও বেলাল ইতালি থেকে এসেছে এলাকাবাসীদের তা জানা ছিল না। পরে বিষয়টি আমি খবর পেলে স্বাস্থ্য বিভাগের টিম নিয়ে পুলিশসহ তাকে সদর হাসপাতালে কোয়ারেন্টাইনে দিয়ে আসি।
এ বিষয়ে বান্দরবানে সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু মারমা বলেন, জেলায় এখনো কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। এ পর্যন্ত জেলা সদরে ৬ জন, থানচি উপজেলায় ২ জন, আলীকদম উপজেলায় ১জন, নাইক্ষ্যংছড়িতে ৪ জনসহ মোট ১৩জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলার কোন এলাকায় প্রবাসী আসছে সে বিষয়ে আমরা কড়া নজর রাখছি। আমারা স্বাস্থ্য বিভাগের টিম করোনাভাইরাস মোকাবেলায় আইসোলেশন ইউনিট নিয়ে সর্বদা প্রস্তুত আছি।