শনিবার ● ২১ মার্চ ২০২০
প্রথম পাতা » ঢাকা » স্বাস্থ্যগত জরুরী অবস্থা জারী করে সর্বাত্মক ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করুন : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
স্বাস্থ্যগত জরুরী অবস্থা জারী করে সর্বাত্মক ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করুন : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, বর্তমান করোনা পরিস্থিতিকে স্বাস্থ্যগত জরুরী অবস্থা ঘোষণা করে এই পরিস্থিতি মোকাবেলার সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। করোনা মোকাবেলায় সরকারের পক্ষ থেকে কমপক্ষে ৫০ হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ করার কথা বলেন। সরকারি- বেসরকারি সকল হাসপাতাল, ক্লিনিক সরকারিভাবে সমন্বয় ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণের আহ্বান জানান এবং সকল সশস্ত্র বাহিনীকে কাজে লাগানোর আহ্বান জানান।
তিনি বলেন, দেশের সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মানুষজনের স্বাস্থ্য নিরাপত্তার দায়-দায়িত্ব নিশ্চিত করতে সরকার উদ্যোগ গ্রহণ করতে হবে। করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন ব্যক্তিদের পরীক্ষার কীট-সহ যাবতীয় চিকিৎনসার ব্যবস্থা, ডাক্তার, নার্সসহ চিকিৎসা সেবায় নিয়োজিত সংশ্লিষ্ট সকলের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পোশাক সামগ্রী ও সরঞ্জামাদী সরকারীভাবে সরবরাহ করতে হবে। এই সরঞ্জামাদী দেশে পর্যাপ্ত মজুদ না থাকলে দ্রুত বিদেশ থেকে আমদানী করার তাগিদ দেন।
তিনি বলেন, দেশের সকল শিল্প-কলকারখানা, অফিস-আদালত, গার্মেন্টস ফ্যাক্টরীসহ সকল প্রতিষ্ঠানের প্রবেশদ্বারে করোনা ভাইরাস চিহ্নিত মেশিন, প্রতিষ্ঠানের অভ্যন্তরে জীবানুমুক্তকরণ, কর্মরত সকল স্টাফদের ভাইরাস মুক্ত রাখার সবধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। করোনা ভাইরাস আক্রান্তের সম্ভাব্য ব্যক্তিদের কোয়ারেন্টাইনের জন্য পর্যাপ্ত কোয়ারেন্টাইন সেন্টার স্থাপন করা জরুরী, আক্রান্তদের চিকিৎসার জন্য জরুরী ভিত্তিতে অস্থায়ী হাসপাতাল চালু করতে হবে। সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলায় বিশেষ টিম গঠন করে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করে কাজে লাগাতে হবে। তাদের মাধ্যমে রাস্তাঘাটসহ জনবসতি এলাকায় জীবানুনাশক স্প্রে করার ব্যবস্থা করতে হবে।
করোনা পরিস্থিতির সঠিক তথ্য সরবরাহ এবং সচেতনতা গড়ে তোলার কার্যকরী উদ্যোগ গ্রহণ করারও আহ্বান জানান।
তিনি আরো বলেন, দেশের এই সংকটকালে সরকারের উচিত হবে বিরোধী সকল রাজনৈতিক দল ও জনগণকে আস্থায় নিয়ে সম্মিলিতভাবে এই পরিস্থিতি মোকাবেলা করা।
পাশাপাশি তিনি দেশের সকল মানুষকে করোনা ভাইরাস মোকাবেলায় আতঙ্কিত না হয়ে সচেতনতা এবং ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা, পরিস্কার-পরিচ্ছন্নতাসহ করোনা বিধি-নিষেধ মেনে চলারও আহ্বান জানান।