শিরোনাম:
●   কাপ্তাই যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব ঋন বিতরণ ●   ধর্ষকদের মৃত্যুদন্ডের দাবীতে ফটিকছড়িতে ছাত্রসেনার মানববন্ধন ●   অসহায় পাহাড়ী পরিবারকে বাড়ি নির্মান করে দিল কাপ্তাই সেনা জোন ●   আত্রাইয়ে স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা ●   ঝালকাঠিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং ●   কাপ্তাই সড়কে টোকেন বাণিজ্য বন্ধ ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ ●   সিগারেট করকাঠামোয় সংস্কার করতে হবে ●   পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের “পরিচালনা বোর্ড” এর সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ●   পার্বতীপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি সংবাদ সম্মেলন ●   পিসিজেএসএস নেতা কে এস মং পুত্র অং অং মং এর নেতৃত্বে রাজধানীতে পুলিশের উপর হামলা ●   ভিমরুলের কামড়ে প্রান গেলো সাবেক সেনা সদস্যের ●   ছাত্র-জনতার ওপর গুলি চালানো সেই ওসি পদোন্নতি পেয়ে বেপরোয়া ●   ফটিকছড়িতে মেশিনে তৈরি মুড়িতে বাজার সয়লাব ●   চুয়েট শিক্ষক সমিতির ইফতার ●   ঝালকাঠিতে হত্যা ঘটনার রহস্য উদঘাটন : পুলিশ সুপারের প্রেস ব্রিফিং ●   রাউজানে হামলার শিকার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ●   হাটহাজারীতে অগ্নিকান্ডে দোকান ও বসতঘর পুড়ে ছাই ●   রাঙামাটিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের দায়ে জাগুলুক্কে চাকমাকে পুলিশে দিল গ্রামবাসি ●   হত্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে পুলিশের টাকা আদায় ●   রাঙামাটি জেলা পরিষদকে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজনদের সাথে সংলাপের প্রস্তাব ●   নারী নির্যাতনের প্রতিবাদে রাবিপ্রবিতে ছাত্রদলের মানববন্ধন ●   রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ ৭২ জনের নামে মামলা ●   ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে রাঙামাটিতে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ ●   দেশব্যাপী ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে মানববন্ধন রাঙামাটি কলেজ ছাত্রদল ●   জিয়া হায়দার বিএনপি চেয়ারপার্সনের উপদেস্টা হলেন ●   আত্রাইয়ে আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন ●   ফিলিপাইনের রাষ্ট্রীয় খেতাবে ভূষিত অলিউর রহমান ●   ঝালকাঠি স্বর্ণ মার্কেটে বোমা বিস্ফোরন ●   কাউখালীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা
রাঙামাটি, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২১ মার্চ ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাইসছড়িতে বাজার উঠেছে রাস্তায়
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাইসছড়িতে বাজার উঠেছে রাস্তায়
শনিবার ● ২১ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাইসছড়িতে বাজার উঠেছে রাস্তায়

ছবি : মাইসছড়িতে রাস্তায় বাজারের দৃশ্য।আব্দুল্লাহ আল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাইসছড়িতে রাস্তার উপরে বাজার বসায় যানজট থেকে দুর্ঘটনা লেগেই রয়েছে। কিন্তু রাস্তায় ওই হাল নিয়ে প্রশাসন উদাসীন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। রাস্তার ধারেই সব্জির পসরা। তাছাড়া গরু-ছাগলের হাটও রাস্তার ধারে। ফলে সপ্তাহে দুই দিন জনসাধারণের ভোগান্তি চরমে ওঠে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, রাস্তার উপরে বাজার বসায় যানজট থেকে দুর্ঘটনা লেগেই রয়েছে। শুধু তাই নয়, বাজারের বিভিন্ন দোকানের বর্জ্য ও ময়লা-আবর্জনার দুর্গন্ধে সেখানে নাকে রুমাল চেপে চলতে হয়।
খাগড়াছড়ি-রাঙামাটি যাতায়াতের একমাত্র রাস্তাটি দিয়ে বাসও যেমন চলাচল করে, তেমনি শতাধিক টমটম-সিএনজি চলে প্রতিদিন। ভোর থেকে দুপুর একটা-দেড়টা পর্যন্ত বাজারের রমরমা থাকায় যানজটের সৃষ্টি হয়। আধ কিলোমিটার রাস্তা পেরোতে বাস বা গাড়ির যাত্রীদের সময় লেগে যায় আধ ঘণ্টারও বেশি। দুর্ভোগের শিকার হন তাঁরা। ভিড়ের মধ্যে রাস্তা পারাপার হতে গিয়ে একাধিক দুর্ঘটনাও ঘটছে।
এলাকাবাসীর একটা বড় অংশের বক্তব্য “রাস্তার ধারে বাজার বসায় যানজট নিত্যসঙ্গী। দুর্ঘটনা ঘটছে, কিন্তু বাজার কমিটি থেকে শুরু করে প্রশাসন কারও হুঁশ নেই।” বছরের পরে বছর এই পরিস্থিতি চললেও প্রশাসন নজর দেয়নি। বাজার বা হাটগুলি সময়ের সঙ্গে আড়েবহরে বাড়ায় সমস্যা আরও জটিল হয়ে উঠছে। স্থানীয় মানুষের বক্তব্য, মাঝেমধ্যেই প্রশাসন আলোচনায় বসে। কিন্তু এখনও পর্যন্ত কোনও বাজারকেই রাস্তা থেকে দূরে বসানোর উদ্যোগ চোখে পড়েনি।
স্থানীয় ব্যবসায়ী মোঃ মনির আহম্মেদ বলেন, “এটা বহু দিনের সমস্যা। বাজার-হাটগুলির উপরে এলাকার হাজার-হাজার মানুষ নির্ভরশীল। তাই ওই সব এলাকায় নিজস্ব বাজার তৈরি করে সমস্যা সমাধানের ব্যবস্থা করা দরকার। জেলা পরিষদ প্রতি বছর লক্ষ লক্ষ টাকা ইজারা নিচ্ছে। কিন্তু বাজার সম্প্রসারণে তারা কোন ভূমিকা রাখছে না।
হাট-বাজার কমিটির সভাপতি বাজার চৌধুরী উগ্য মারমার বক্তব্য, মাইসছড়ি বাজারে উঠার গলি গুলো পুরোপুরি ইট সলিং না হওয়ায় বর্ষা মৌসুমে জনসাধারণের চলাচলে মারাত্মক অসুবিধা হচ্ছে। জনসাধারণ প্রতিনিয়ত কাঁদা ও আবর্জনার মধ্যে দিয়ে চলতে বাধ্য হচ্ছে। তাছাড়া গরু-ছাগল ও কাঁচা মাল বিক্রির কোন জায়গা নেই। এব্যাপারে ‘‘বহু বার প্রশাসনকে বাজার বা হাটের জন্য বিকল্প জায়গা ঠিক করে দেয়ার আর্জি জানিয়েছি। সর্বশেষ ০৩/০৯/২০১৮ ইং জনস্বার্থে বাজারটি সম্প্রসারণের জন্য রাস্তা সংলগ্ন ২৫৫ নং মাইসছড়ি মৌজার জায়গা ২১৬ ও ২১৭ নং দাগের অংশ হতে দুই একর পতিত জমির উপর বাজার সম্প্রসারণ করা হলে সমস্যার অনেকাংশে সমাধানে লক্ষ্যে চেয়ারম্যান ও বাজার ফান্ড প্রশাসক, খাগড়াছড়ি জেলা পরিষদ বরাবরে আবেদন জানিয়েও কোন সুরাহা হয়নি। প্রশাসন বাজারটি সম্প্রসারণে কোন পদক্ষেপ নিচ্ছে না। জমি পেলে রাস্তার ধারে বিক্রেতাদের বসা বন্ধ করে দেব।
ভূক্ত ভোগী এলাকাবাসীর বক্তব্য, খাগড়াছড়ি জেলা পরিষদ বাজারটি প্রতিবছর ইজারা দেয় এবং এ থেকে বেশ ভালো পরিমাণ অর্থ আয় করে। প্রশ্ন হচ্ছে অর্থ আয়ের জন্য জেলা পরিষদ কি যা খুশি তাই করতে পারবে? অবিলম্বে এই বাজার অন্য কোনো ফাঁকা জায়গায় স্থানান্তর করতে হবে। এ ব্যাপারে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকেও তৎপর হতে হবে। আমরা আশা করছি, সড়কের ওপর থেকে দ্রুত বাজারটি সরিয়ে নেওয়া হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)