শিরোনাম:
●   হাসিনার উসকানিতে জড়িয়ে পড়লে গণঅভ্যুত্থানের অর্জন হাত ছাড়া হয়ে যেতে পারে ●   ঈশ্বরগঞ্জে শেখ মুজিবের ম্যুরাল গুড়িয়ে দিলো ছাত্র-জনতা ●   মিরসরাইয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুর ●   ৩২ নম্বর গুড়িয়ে দেয়াসহ দেশজুড়ে সৃষ্ট অরাজক পরিস্থিতির দায়দায়িত্ব অন্তর্বর্তী সরকার এড়িয়ে যেতে পারেনা ●   ঈশ্বরগঞ্জে দন্ত চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা ●   মিরসরাইয়ের ভারতীয় ২৪ গরু আটক ●   এবার আমুর ঝালকাঠির বাসভবন ভাঙচুর ●   একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল ●   ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত ●   বেণুবন উত্তমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে সংঘদান ও স্মরণ সভা অনুষ্ঠিত ●   চাঁদা না পেয়ে পাহাড়ে মোবাইল ফোন নেটওয়ার্ক বিচ্ছিন্ন করায় পিসিসিপি’র প্রতিবাদ ●   রাবিপ্রবিতে এপ্রোচ রোড ও ভূমি উন্নয়ন কাজের উদ্বোধন ●   রাঙামাটিতে জুলাই গণহত্যার ভিডিও এবং ছবি প্রদর্শনী ●   রাবিপ্রবিতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ শুরু ●   ৬ ফেব্রুয়ারী কবি শাওনের ৫৮ তম জন্মদিন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন জরুরি ●   রাউজানে বসতঘর ও মন্দিরে দুর্ধর্ষ চুরি ●   পাঁচখাইন শীলপাড়া একতা সংঘের ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী ●   কাউখালীতে তৃতীয় লিঙ্গের শীলার গলাকাটা মরদেহ উদ্ধার ●   বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার নিবার্চনে নির্বাচিতদের শুভেচ্ছা ●   ফটিকছড়িতে জনপ্রতিধিকে গ্রেফতার ●   হযরত মতিউর রহমান শাহ (রহঃ) এর বার্ষিক ওরশ শরীফ ●   ঝাউদিয়া থানা বাস্তবায়নের দাবিতে মহাসড়ক অবরোধ ●   কোথায় গেলো সেই দিনগুলি : মুহাম্মদ মাসুদ রানা ●   উল্টাছড়ি বাজার চালু করার লক্ষ্যে মতবিনিময় সভা ●   চাঁদাবাজির প্রতিবাদে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ ●   নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি সালামের বিরোদ্ধে সাটিফিকেট জালিয়াতির অভিযোগ ●   রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নিরাপদ খাদ্য অপরিহার্য ●   পার্বতীপুর জামায়াত যুব বিভাগের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট
রাঙামাটি, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫, ২৬ মাঘ ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২১ মার্চ ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাইসছড়িতে বাজার উঠেছে রাস্তায়
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাইসছড়িতে বাজার উঠেছে রাস্তায়
শনিবার ● ২১ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাইসছড়িতে বাজার উঠেছে রাস্তায়

ছবি : মাইসছড়িতে রাস্তায় বাজারের দৃশ্য।আব্দুল্লাহ আল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাইসছড়িতে রাস্তার উপরে বাজার বসায় যানজট থেকে দুর্ঘটনা লেগেই রয়েছে। কিন্তু রাস্তায় ওই হাল নিয়ে প্রশাসন উদাসীন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। রাস্তার ধারেই সব্জির পসরা। তাছাড়া গরু-ছাগলের হাটও রাস্তার ধারে। ফলে সপ্তাহে দুই দিন জনসাধারণের ভোগান্তি চরমে ওঠে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, রাস্তার উপরে বাজার বসায় যানজট থেকে দুর্ঘটনা লেগেই রয়েছে। শুধু তাই নয়, বাজারের বিভিন্ন দোকানের বর্জ্য ও ময়লা-আবর্জনার দুর্গন্ধে সেখানে নাকে রুমাল চেপে চলতে হয়।
খাগড়াছড়ি-রাঙামাটি যাতায়াতের একমাত্র রাস্তাটি দিয়ে বাসও যেমন চলাচল করে, তেমনি শতাধিক টমটম-সিএনজি চলে প্রতিদিন। ভোর থেকে দুপুর একটা-দেড়টা পর্যন্ত বাজারের রমরমা থাকায় যানজটের সৃষ্টি হয়। আধ কিলোমিটার রাস্তা পেরোতে বাস বা গাড়ির যাত্রীদের সময় লেগে যায় আধ ঘণ্টারও বেশি। দুর্ভোগের শিকার হন তাঁরা। ভিড়ের মধ্যে রাস্তা পারাপার হতে গিয়ে একাধিক দুর্ঘটনাও ঘটছে।
এলাকাবাসীর একটা বড় অংশের বক্তব্য “রাস্তার ধারে বাজার বসায় যানজট নিত্যসঙ্গী। দুর্ঘটনা ঘটছে, কিন্তু বাজার কমিটি থেকে শুরু করে প্রশাসন কারও হুঁশ নেই।” বছরের পরে বছর এই পরিস্থিতি চললেও প্রশাসন নজর দেয়নি। বাজার বা হাটগুলি সময়ের সঙ্গে আড়েবহরে বাড়ায় সমস্যা আরও জটিল হয়ে উঠছে। স্থানীয় মানুষের বক্তব্য, মাঝেমধ্যেই প্রশাসন আলোচনায় বসে। কিন্তু এখনও পর্যন্ত কোনও বাজারকেই রাস্তা থেকে দূরে বসানোর উদ্যোগ চোখে পড়েনি।
স্থানীয় ব্যবসায়ী মোঃ মনির আহম্মেদ বলেন, “এটা বহু দিনের সমস্যা। বাজার-হাটগুলির উপরে এলাকার হাজার-হাজার মানুষ নির্ভরশীল। তাই ওই সব এলাকায় নিজস্ব বাজার তৈরি করে সমস্যা সমাধানের ব্যবস্থা করা দরকার। জেলা পরিষদ প্রতি বছর লক্ষ লক্ষ টাকা ইজারা নিচ্ছে। কিন্তু বাজার সম্প্রসারণে তারা কোন ভূমিকা রাখছে না।
হাট-বাজার কমিটির সভাপতি বাজার চৌধুরী উগ্য মারমার বক্তব্য, মাইসছড়ি বাজারে উঠার গলি গুলো পুরোপুরি ইট সলিং না হওয়ায় বর্ষা মৌসুমে জনসাধারণের চলাচলে মারাত্মক অসুবিধা হচ্ছে। জনসাধারণ প্রতিনিয়ত কাঁদা ও আবর্জনার মধ্যে দিয়ে চলতে বাধ্য হচ্ছে। তাছাড়া গরু-ছাগল ও কাঁচা মাল বিক্রির কোন জায়গা নেই। এব্যাপারে ‘‘বহু বার প্রশাসনকে বাজার বা হাটের জন্য বিকল্প জায়গা ঠিক করে দেয়ার আর্জি জানিয়েছি। সর্বশেষ ০৩/০৯/২০১৮ ইং জনস্বার্থে বাজারটি সম্প্রসারণের জন্য রাস্তা সংলগ্ন ২৫৫ নং মাইসছড়ি মৌজার জায়গা ২১৬ ও ২১৭ নং দাগের অংশ হতে দুই একর পতিত জমির উপর বাজার সম্প্রসারণ করা হলে সমস্যার অনেকাংশে সমাধানে লক্ষ্যে চেয়ারম্যান ও বাজার ফান্ড প্রশাসক, খাগড়াছড়ি জেলা পরিষদ বরাবরে আবেদন জানিয়েও কোন সুরাহা হয়নি। প্রশাসন বাজারটি সম্প্রসারণে কোন পদক্ষেপ নিচ্ছে না। জমি পেলে রাস্তার ধারে বিক্রেতাদের বসা বন্ধ করে দেব।
ভূক্ত ভোগী এলাকাবাসীর বক্তব্য, খাগড়াছড়ি জেলা পরিষদ বাজারটি প্রতিবছর ইজারা দেয় এবং এ থেকে বেশ ভালো পরিমাণ অর্থ আয় করে। প্রশ্ন হচ্ছে অর্থ আয়ের জন্য জেলা পরিষদ কি যা খুশি তাই করতে পারবে? অবিলম্বে এই বাজার অন্য কোনো ফাঁকা জায়গায় স্থানান্তর করতে হবে। এ ব্যাপারে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকেও তৎপর হতে হবে। আমরা আশা করছি, সড়কের ওপর থেকে দ্রুত বাজারটি সরিয়ে নেওয়া হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)