রবিবার ● ২২ মার্চ ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » করোনায় আক্রান্ত সন্দেহভাজন যুক্তরাজ্য ফেরত এক নারীর মৃত্যু
করোনায় আক্রান্ত সন্দেহভাজন যুক্তরাজ্য ফেরত এক নারীর মৃত্যু
সিলেট প্রতিনিধি :: যুক্তরাজ্য ফেরত এক নারী আইসোলেশন থাকা অবস্থায় সিলেটের শহীদ শামসুদ্দীন হাসপাতালে মারা গেছেন। করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন (৬১) বছর বয়সী ঐ নারী শহীদ শামসুদ্দীন হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মৃত্যুবরন করেছেন। করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন যুক্তরাজ্য ফেরত ওই নারীর বাসা সিলেট নগরীর শামীমাবাদ আবাসিক এলাকায়।
আইসোলেশন থাকা অবস্থায় যুক্তরাজ্য ফেরত ঐ নারীর মৃত্যুবরনের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি জানান, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে শুক্রবার (২০ মার্চ) ওই নারী শহীদ শামসুদ্দীন হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। গত ৪ মার্চ তিনি যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছিলেন। আজ রবিবার আইইডিসিআর থেকে লোকজন এসে তার রক্ত পরীক্ষার নমুনা সংগ্রহের কথা ছিল।
করোনায় মৃত ব্যক্তির দাফন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী একটি নির্দেশনা তৈরি করা হয়েছে। সরকারি ওই নির্দেশনায় মৃতদেহ সংগ্রহ, পরিবহন, দাফনসহ প্রতিটি পর্যায়ের বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে। এই নির্দেশনা অনুযায়ীই সিলেটে মৃত্যু হওয়া ঐ নারীর দাফন করা হবে।
জনসচেতনতামূলক লিফলেট বিতরণে শফিকুর রহমান চৌধুরী
সিলেট প্রতিনিধি :: করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারনের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। আজ রবিবার বেলা ১-১৫মিনিটের সময় সিলেটের সাহেবের বাজারে ও কালাগুল সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- সাংবাদিক বশির আহমদ, খাদিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার আনছার আলী, ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার ফারুক আহমদ সারো, ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো. মতিউর রহমান, সাধারণ সম্পাদক উছতার আলী, সদর উপজেলা যুবলীগ নেতা জুনেদ আহমদ, আব্দুস ছালাম, ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল বাছিত, সাংগঠনিক সম্পাদক রফিক মিয়া, অর্থ সম্পাদক আব্দুল মালিক, সদর উপজেলা ছাত্রলীগ নেতা ইয়াছিন আহমদ প্রমুখ।
জন সচেতনতামূলক লিফলেটে বেশকিছু জনগুরুত্বপূর্ণ তথ্য ছিল। যেমন, প্রবাসীরা দেশে পা রাখার পর ১৪ দিন পর্যন্ত হোম কোয়ারেন্টাইন এ থাকবেন। যদি প্রবাসফেরত ১৪ হোম কোয়ারেন্টাইন নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে চলাচল করে তাহলে অমান্যকারীদের বাড়িতে গিয়ে আইনগত ব্যবস্থা নিবে স্থানীয় প্রশাসন। করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হোন, ঘনঘন দুই হাত সাবান পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড পরিস্কার করুন, হ্যান্ডশেক, কোলাকুলি থেকে বিরত থাকুন, যেখানে সেখানে থুথু ফেলবেন না, রান্নার আগে খাবার ভালো করে ধুয়ে নিন এবং জনবহুল স্থানে এবং গণপরিবহনে মুখে মাস্ক ব্যবহার করুন, যথাসম্ভব জনসমাগম পরিহার করুন।