সোমবার ● ২৩ মার্চ ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » করোনা ভাইরাস প্রতিরোধে রাঙামাটিতে কলেজ ছাত্রলীগের মাস্ক ও লিফলেট বিতরণ
করোনা ভাইরাস প্রতিরোধে রাঙামাটিতে কলেজ ছাত্রলীগের মাস্ক ও লিফলেট বিতরণ
রাঙামাটি :: রাঙামাটিতে ‘‘করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হোন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে দেশে প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাঙামাটির জনবহুল বনরূপা, কাটাপাহাড়, সমতাঘাট এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দীপংকর দে’র নেতৃত্বে কলেজ ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক নুরুল আজম, ছাত্রনেতা আজমীর হোসেন, অসিম দাশ, সৈয়দ মোঃ সোহেল, মেহেরাজ উদ্দিন (শান্ত), মো. আব্দুল করিমসহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
এ সময় কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দরা জানান, আমাদের জনবহুল দেশে করোনা সংক্রমণ রোধে সবচেয়ে বেশি জরুরি জনসচেতনতা। একারণে আমরা জনসচেতনতামূলক নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছি। এছাড়া অসাধু ব্যবসায়ীরা হ্যান্ড স্যানিটাইজার ও মাক্সের মূল্য বাড়িয়ে দিয়েছেন। বাজারেও এসব প্রস্তুতিমূলক পণ্য পাওয়া যাচ্ছে না। ফলে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষেরা এসব কিনতে হিমশিম খাচ্ছে। তাই শ্রমজীবি মানুষেরা যাতে মাক্স ব্যবহার, লিফলেট বিতরণ ও হ্যান্ড স্যানিটাইজারের উপর গুরুত্বারোপ করে তার জন্য তাদেরকে সচেতন করার জন্যই এই উদ্যোগ।