সোমবার ● ২৩ মার্চ ২০২০
প্রথম পাতা » গুনীজন » অধ্যাপক সুলতানা জামান ও অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
অধ্যাপক সুলতানা জামান ও অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক শোক বার্তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লেখক ও গবেষক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি গুণি এই অধ্যাপকের স্মৃতিচারণ করে বলেন, বিশ^বিদ্যালয় জীবনে আমরা স্যারকে বি কে জে বলে ডাকতাম। ১৯৭৮ সালে প্রকাশিত তার বই ‘বাংলাদেশে ধনতন্ত্রের বিকাশ’ Differentiation, Polarization and Confrontation in Rural Bangladesh, Rural Society, Power Structure and Class Practice প্রভৃতি বই আমাদের বন্ধুদের মধ্যে ঐ সময়ে নানা তর্ক-বিতর্কের জন্ম দিয়েছিল।
তার সব লিখার সাথে একমত না থাকলে ও অনেক ব্যাপারে স্যার আমাদেরকে নতুন করে চিন্তা করতে উৎসাহ যুগিয়েছেন। অনেকটা প্রচারবিমুখ এরকম নিবিষ্ট লেখক-সমাজ গবেষক মানুষ এখন প্রায় বিরল। বি কে জাহাঙ্গীর স্যারের এই শূন্যতা পূরণ হবার নয়। তিনি অসংখ্য সমাজ, অর্থনীতি ও গবেষণামূলক বইয়ের রচয়িতা। সমাজ নিরীক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা তার গুরুত্বপূর্ণ একটা অবদান।
বিবৃতিতে তিনি প্রয়াত এই গুণি অধ্যাপকের কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বিবৃতিতে তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের আরেকজন গুণি ব্যক্তি ইমিরেটাস অধ্যাপক সুলতানা জামান যিনি গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার প্রতিও গভীর শ্রদ্ধা ও শোক জ্ঞাপন করেছেন।