মঙ্গলবার ● ২৪ মার্চ ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » হালদায় মরছে ডলফিন
হালদায় মরছে ডলফিন
আমির হামজা, স্টাফ রিপোর্টার :: দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য সম্পদের খনি হালদা নদীতে আবারও একটি ডলফিন মরে ভেসে উঠল। প্রত্যক্ষদর্শীদের মতে ভেসে উঠা ডলফিনের শরীরে আঘাতের ক্ষত দেখা গেছে। তাদের ধারণা নদীতে চলাচলরত ট্রলারের পাখার আঘাতে এটি মারা গেছে। স্থানীয়রা জানিয়েছে গত শনিবার দুপুরে হালদা নদীর আজিমের ঘাট এলাকায় ডলফিনটি ভেসে থাকতে দেখা যায়। স্থানীয় কয়েক ব্যক্তি সেটি নদী থেকে উঠিয়ে পাড়ে নিয়ে আসে। পরে এটি মাটি চাপা দেয়া হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা গবেষক ড. মো. মনজুরুল কিবরীয়া এ প্রসঙ্গে বলেন হালদার এসব ডলফিন একটি বিপন্ন প্রাণীদের একটি। তিনি একের পর এক ডলফিন মারা যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন নদীতে যান্ত্রিক নৌযান বন্ধে আইনের কঠোর প্রয়োগ না করলে এভাবে নদীর মা মাছসহ বিপন্ন প্রজাতির ডলফিন হারিয়ে যাবে।