মঙ্গলবার ● ২৪ মার্চ ২০২০
প্রথম পাতা » ঢাকা » করোনা পরিস্থিতি মোকাবেলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জরুরী আহ্বান
করোনা পরিস্থিতি মোকাবেলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জরুরী আহ্বান
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বলেন করোনা সংক্রমনজনিত পরিস্থিতি মোকাবেলায় আগামী ৬ মাসের জন্য দেশের শ্রমজীবী মেহনতি এবং স্বল্প আয়ের মানুষদের চাল-ডালসহ জরুরী খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদানের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। বিবৃতিতে তিনি করোনা পরিস্থিতিতে দেশের স্বল্প আয়ের দেড় কোটি পরিবারকে খাদ্য সামগ্রীর নিশ্চয়তা দিয়ে পরিকল্পিতভাবে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসতে জরুরী ভিত্তিতে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
বিবৃতিতে তিনি করোনা সংক্রমনের বিস্তার রোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মতো দেশের সকল গার্মেন্টস কারখানাসমূহ অনতিবিলম্বে বন্ধ ঘোষণা করার আহ্বান জানান। বিবৃতিতে একই সাথে তিনি আগামী ৬ মাসের জন্য এনজিওদের ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় বন্ধ রেখে তা মওকুফ করে দেবারও দাবি জানান।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন সংক্রমনের পরিস্থিতি মোকাবেলায় সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রস্তুতি এখনো পর্যন্ত অপ্রতুল। প্রতিষ্ঠানসমূহের মধ্যে রয়েছে সমন্বয়হীনতা।
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এখনো পর্যন্ত বিদেশ ফেরত অধিকাংশ ব্যক্তি কার্যকরীভাবে হোম কোয়ারেন্টাইনে রাখা সম্ভব হচ্ছে না। বিবৃতিতে তিনি এই পরিস্থিতিতে স্বাস্থ্যগত জরুরী অবস্থা কড়াকড়ি আরোপ করে জরুরী ভিত্তিতে পর্যাপ্ত সংখ্যক কোয়ারান্টাইন সেন্টার অস্থায়ী হাসপাতালে চালু করার কথা বলেন। ডাক্তার, নার্সসহ চিকিৎসা সংশ্লিষ্ট সকলের জন্য প্রয়োজনীয় পিপিই সরবরাহ করতে হবে। করোনা শনাক্তকরণ কীট এবং কীট তৈরীর কাঁচামাল আমদানীর ব্যবস্থা করার প্রস্তাব দেন। পাশাপাশি করোনা শনাক্তকরণ ব্যবস্থা সারাদেশে সহজলভ্য করার ব্যাপারে সরকারি উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
বিবৃতিতে তিনি আরো বলেন, সশস্ত্র বাহিনী যাতে সমাজে সাধারণ মানুষের মাঝে কোন প্রকার ভীতি সঞ্চার না করে সে ব্যাপারেও সতর্ক থাকার আহ্বান জানান।