মঙ্গলবার ● ২৪ মার্চ ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » থানায় জিডি করেও রক্ষা হয়নি সজীবের
থানায় জিডি করেও রক্ষা হয়নি সজীবের
গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: আশঙ্কা ছিল তাঁর ক্ষতি করতে পারেন। এ কারণে আশঙ্কার কথা জানিয়ে সজিব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি তাঁর। গত ২২ তারিখ ঝালকাঠি সদর থানায় ৯৬২ নং জিডি করার ১ দিনের মাথায় পা ভেঙে দিলো তাঁর।
আহত যুবকের নাম মো.সজিব হাওলাদার (২৪)। মঙ্গলবার দুপুর ১টার দিকে ঝালাকাঠির বিনয়কাঠি ইউনিয়নের সুগন্ধিয়া টেম্পু স্ট্যান্ড এ প্রতিপক্ষ রাশেদ (২৩) পিতা.মো.নজরুল ইসলামসহ অজ্ঞাতনামা আরো ৫/৬জনে সজীব কে একা পেয়ে পিটিয়ে পাও ভেঙে দিয়েছে।
আহত সজীব জানায়,আমাদের সাথে কিছুদিন আগে তাদের সাথে জগড়াঝাটি হয়েছিলো। এসময় আমাকে হুমকি ধামকি দিয়ে যাওয়ায় আমি ঝালকাঠি সদর থানায় গিয়ে গত ২২ মার্চ রাশেদসহ ৫/৬জনের একটি গ্রুপ আমাকে একা পেয়ে এলোপাথারি কিলঘুসি মারতেথাকে রাশেদ পিছন থেকে এসে লাঠি দিয়ে আমার পায়ে আঘাত করে। এই আঘাতে আমি মাটিতে লুটিয়েপরি। স্থানীয়রা তুলে নিয়ে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে। আমি আইনি পদক্ষেপ নিচ্ছি বলে সজীব জানায়।
অভিযুক্ত রাশেদ হাওলাদার এর মুঠোফোন ০১৭৪৮৮১৭১২৮এই নম্বরে ফোন দিলে ফোনটি বন্ধ পাওয়া গিয়েছে।
ঝালকাঠি সদর থানার অফিসাস ইনচার্জ মো.খলিলুর রহমান বলেন, এব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।