বুধবার ● ২৫ মার্চ ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে ট্রাক উল্টে বিজিবি সদস্য নিহত : আহত-৪
বান্দরবানে ট্রাক উল্টে বিজিবি সদস্য নিহত : আহত-৪
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে ট্রাক উল্টে এক বিজিবি সদস্য নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো ৪ বিজিবি সদস্য। আজ বুধবার ২৫ মার্চ সকালে বান্দরবান কেরানীহাট সড়কের কসাই পাড়া আবুল নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিজিবি সদস্যের নাম মো. আল আমিন (৩৪)। তিনি বিজিবির বড়কল ৪৫ ব্যাটালিয়নে সৈনিক হিসেবে কর্মরত ছিলেন।
সূত্রে জানা যায়, চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জত বিজিবি হাসপাতাল হতে এই সৈনিকরা চিকিৎসা নিয়ে খাদ্য বোঝায় ট্রাকটিতে করে বান্দরবানের ফেরার পথে বান্দরবান-কেরানীহাট সড়কের কসাইপাড়া আবুল নগরে পাহাড়ের ঢালু বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে উঠে যায়। হতাহতদের উদ্ধার করে ফের বাইতুল ইজ্জত বিজিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে এদের মধ্যে মোহাম্মদ আল আমিনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহতরা হলেন, রাজনগর বিজিবি ৩৭ ব্যাটালিয়নের ল্যান্স নায়েক সাইফুল ইসলাম, ছোট হরিণা বিজিবি ১২ ব্যাটেলিয়নের সৈনিক মো. আসাদুজ্জামান, জমিরুল ইসলাম ও রাঙামাটি সেক্টরের সৈনিক মো. এখলাছ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, সকালে বিজিবি সদস্যরা বাইতুল ইজ্জত বিজিবি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বিআরটিসি’র একটি খাদ্য বোঝাই ট্রাকে করে বান্দরবান আসার সময় কসাই পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে গেলে তারা গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে বিজিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।