শনিবার ● ৩০ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » বিএনপির মধ্যে পাকিস্তানের প্রেতাত্মা রয়েছে - মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী
বিএনপির মধ্যে পাকিস্তানের প্রেতাত্মা রয়েছে - মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩০ জানুয়ারী ২০১৬,বাংলাদেশ,সময় রাত ৯.৫০মিঃ) মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বিএনপির মধ্যে পাকিস্তানের প্রেতাত্মা রয়েছে৷ এ কারণে আওয়ামী লীগ সরকারের কোনো উন্নয়নকে বিএনপি সহ্য করতে না পেরে নেতৃবৃন্দ প্রলাপ বকছে৷
৩০ জানুয়ারি শনিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ শ্রমিক বিশ্ববিদ্যালয় কলেজের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মেয়েরা লেখাপড়ায় যত বেশি উত্সাহিত হবে, দেশ তত বেশি উন্নয়নের দিকে যাবে৷ বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ৷ এখন নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করার পাশাপাশি বিজ্ঞান-প্রযুক্তিতেও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে৷
প্রতিমন্ত্রী আরো বলেন, আইসিইউতে থাকা শ্রমিক কলেজকে আওয়ালী লীগ সরকার প্রাণ ফিরিয়ে দিয়েছে৷ বর্তমান সরকারের আমলেই কালীগঞ্জ শ্রমিক কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তর করা হয়েছে৷ ইনশাআল্লাহ এই আওয়ামী লীগ সরকারের আমলেই শ্রমিক বিশ্ববিদ্যালয় কলেজকে সরকারিকরণ করা হবে৷
কালীগঞ্জ শ্রমিক বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌস মিয়ার সভাপতিত্বে ও প্রভাষক মো. জোবায়ের হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার আব্দুল মালেক সরকার, কালীগঞ্জ শ্রমিক বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক পরিতোশ চন্দ্র গোপ, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. আশরাফী মেহেদী হাসান, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহাবদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূইয়া প্রমুখ৷