বুধবার ● ২৫ মার্চ ২০২০
প্রথম পাতা » পাবনা » পাবনায় ক্ষুরা রোগে ১৫টি গরুর মৃত্যু
পাবনায় ক্ষুরা রোগে ১৫টি গরুর মৃত্যু
মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার সাঁথিয়ায় গরু বাছুরের ক্ষুরা রোগের প্রাদুর্ভাব। এ রোগে প্রায় ১৫টি গরু-বাছুর মারা যাওয়ায় খামারী দিশাহারা হয়ে পরেছে। মেডিক্যাল টিম গঠন করে ঘটনাস্থলে চিকিৎসকদের দিয়ে ব্যাগসিনেশন করা হচ্ছে।
প্রাণি সম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সাঁথিয়া উপজেলার নাড়িয়াগদাই গ্রামে গরু-বাছুরের ক্ষুরা রোগ দেখা দেয়। এলাকার খামারিরা প্রাথমিক ভাবে চিকিৎসা করলেও এ রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেতে থাকে।
প্রায় ৫০/৬০টি খামারির খামারের গরু-বাছুর ক্ষুড়া রোগে আক্রান্ত হয়ে পড়ে। এক পর্যায়ে গত ১০ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সোনাতলা পশ্চিমপাড়া গ্রামের হারুন-অর রশিদের ৩টা, একই গ্রামের খামারি আব্দুল জলিলের ৩টা, টুকু মোল্লার ২টা, আয়েজ উদ্দিনের ১টা, বকন বাছুরসহ প্রায় ১৫টি গরু-বাছুর মারা গেছে বলে জানা গেছে।
ক্ষুরা রোগের খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হারুনার রশিদ ও উপসহকরী প্রাণি সম্পদ কর্মকর্তা শাহজাহান কবির ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মেডিক্যাল টিম গঠন করে খামারিদের গরু-বাছুরের চিকিৎসাসহ ব্যাগসিনেশন করা হচ্ছে।
এলাকাবাসী জানান, উপজেলার সোনাতলা, আমোষ, বোয়াইলমারী, নড়িয়াগদাই, জোড়গাছা গ্রামের খামারিদের প্রায় ৪০/৫০টি গরু-বাছুর ক্ষুরা রোগে আক্রান্ত হয়েছে।
প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হারুনার রশিদ জানান, অফিসে জনবল কম থাকায় ১জন মাত্র উপসহকরী প্রাণি সম্পদ কর্মকর্তাকে নিয়ে আক্রান্ত গরু-বাছুরের চিকিৎসা দেয়া হচ্ছে।
মেডিক্যাল টিম গঠন করে অন্যান্য গরু-বাছুরের ব্যাগসিনেশন করা হচ্ছে। যে কয়েকটি মারা গেছে সেগুলি প্রায় বাছুর। বর্তমানে রোগ অনেকাংশেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
চাটমোহরে হ্যান্ড গ্লোভস ও স্যানিটাইজার বিতরণ
পাবনা :: করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে ২৫ মার্চ দুপুরে পাবনার চাটমোহরের শাহী মসজিদ এলাকায় হ্যান্ড গ্লোভস ও স্যানিটাইজার বিতরণ করেছেন চাটমোহর পৌরসভার ৪ নং ওয়ার্ডের কতিপয় তরুন যুবক। শাহী মসজিদ মোড়ে দাড়িয়ে রাস্তায় চলাচলকারী মানুষ ও স্থানীয়দের মাঝে এ সামগ্রীগুলো বিতরণ করেন তারা। দ্যা রিয়েল জীম এর পরিচালক মোঃ তাইজুল ইসলামের সার্বিক সহযোগিতায় যুব ইউনিয়ন থেকে সংগৃহীত স্বাস্থ্য সহায়ক এ সামগ্রীগুলো বিতরণের সময় রবিউল করিম রবি, আলমগীর মোহাম্মদ, আলমগীর হোসেন, কাজী মুন্নু, ওদুদ, মাহিন, তুষার প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় তারা জন সচেতনতা বাড়াতে পরামর্শ দেন।
চাটমোহরে স্বাস্থ্য সহায়ক সামগ্রী সংকট
পাবনা :: পাবনার চাটমোহরে স্বাস্থ্য সহায়ক সামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে। করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে স্বাস্থ্য সচেতন মানুষ প্রথম দিকেই বিপুল পরিমান হেক্সিসল, হ্যান্ডওয়াশ, ডেটল, স্যাভলন কেনায় এবং প্রয়োজন অনুযায়ী কোম্পানী গুলো সরবরাহ করতে না পারায় এ সংকট দেখা দিয়েছে। এখনো যারা এসব সামগ্রী কিনেন নি তারা ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকানে গিয়ে এসব সামগ্রী না পেয়ে খালি হাতে বাড়ি ফিরে যাচ্ছেন। পৌর সদরের বুশরা ফার্মেসীর ইয়াছিন আলী, কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি অধ্যাপক মেডিসিন কর্ণারের সত্ত্বাধিকারী মোঃ রফিকুল ইসলামসহ অনেক ওষুধ বিক্রেতা এসব সামগ্রীর সংকটের সত্যতা নিশ্চিত করেছেন। উপজেলা প্রশাসন থেকে জন সচেতনতা বাড়াতে ও দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ চেষ্টা করলেও জন প্রতিনিধিরা অনেকটাই নিরব রয়েছেন।