বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাঘাইছড়িতে দুর্বৃত্তের গুলিতে সংস্কারপন্থি পিসিজেএসএস কর্মী দুর্দবো চাকমা নিহত
বাঘাইছড়িতে দুর্বৃত্তের গুলিতে সংস্কারপন্থি পিসিজেএসএস কর্মী দুর্দবো চাকমা নিহত
বাঘাইছড়ি প্রতিনিধি :: রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় রুপকারী ইউনিয়নে দুর্বৃত্তের গুলিতে সংস্কারপন্থি পিসিজেএসএস এমএন লারমা গ্রুপের দুদর্বো চাকমা (৪৫) নামের এক কর্মী নিহত হয়েছে। এসময় দুর্বৃত্তের ছোড়া গুলি দুদর্বো চাকমার স্ত্রী মিলেবো চাকমা (৩৫) পায়ে গুলি বৃদ্ধ হয়ে আহত হয়।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ মনজুর বিষয়টি নিশ্চিত করেন।
আজ বুধবার ২৫ মার্চ রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে খবর পাওয়া যায়।
এ বিষয়ে বাঘাইছড়ি সংস্কারপন্থি পিসিজেএসএসিএমএন লারমা গ্রুপের নেতা সুরেশ কান্তি চাকমা বলেন দুদর্বো চাকমা ও তার স্ত্রী নিজ বাড়ীতে বসে টিভি দেখছিলো এসময় অস্ত্রধারী একদল দুর্বৃত্তরা তাদের লক্ষ করে ব্রাশ ফায়ার করে এতে ঘটনা স্থলেই দুদর্বো চাকমা নিহত হয় এবং তার স্ত্রী পায়ে গুলি বৃদ্ধ হয়ে গুরুতর আহত হয়।
ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে তল্লাশি শুরু করে। মরদেহ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা হয়েছে। এই ঘটনার জন্য সংস্কারপন্থি পিসিজেএসএসিএমএন লারমা গ্রুপ প্রতিপক্ষ পিসিজেএসএস সন্তু গ্রুপকে দায়ি করে, কিন্তু পিসিজেএসএস সন্তু গ্রুপ হত্যার দায় অস্বিকার করে।