বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২০
প্রথম পাতা » ঢাকা » দিনাজপুরে পুলিশের গুলিতে শ্রমিক নিহত ও আহত হওয়ার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
দিনাজপুরে পুলিশের গুলিতে শ্রমিক নিহত ও আহত হওয়ার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে গতকাল বকেয়া বেতনের দাবিতে দিনাজপুরের বিরলে পাটকল শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গুলিতে সুরত আলী (৪০) নামে একজন নিহত গুলিবিদ্ধ হয়েছেন তিন পাটকল শ্রমিক ও লাঠি চার্জে আহত হয়েছেন কমপক্ষে আরও ১৮ শ্রমিক বিক্ষোভরত শ্রমিকদের উপর পুলিশের গুলিতে নিহত ও আহত হবার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন এবং বলেছেন বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের উপর মালিকের উস্কানিতে এই বেপরোয়া গুলিবর্ষণ ও হতাহতের ঘটনা ঠান্ডা মাথায় হত্যাকাণ্ডের সামিল।
বিবৃতিতে তিনি অনতিবিলম্বে জুটমিলের মালিক সরকারি দলের স্থানীয় নেতা আবদুল লতিফকে গ্রেফতা, গুলি বর্ষনকারী পুলিশ সদস্যদের বিচারের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে তিনি নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসন, আহতদের উপযুক্ত চিকিৎসা এবং শ্রমিকদের সকল বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবি জানান।