বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » ৫০ তম স্বাধীনতা দিবস : সিলেটে শহীদ মিনার ফুল ও জনমানব শূণ্য
৫০ তম স্বাধীনতা দিবস : সিলেটে শহীদ মিনার ফুল ও জনমানব শূণ্য
সিলেট প্রতিনিধি :: আজ বৃহস্পতিবার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। আজকের স্বাধীনতা দিবস বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবস। প্রতি স্বাধীনতা দিবসে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জড়ো হতেন সিলেটের সর্বস্থরের মানুষ। এছাড়াও দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানসহ থাকতো নানা আয়োজন।
কিন্তু করোনা ভাইরাসের কারনে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার জনমানব শুণ্য। ফুল নেই , কোলাহর নেই, নেই মাইকের শব্দ। ৪৯ বছরের স্বাধীনতা দিবসের সাথে ৫০’তম স্বাধীনতা দিবসের নেই কোন মিল। এ এক অচেনা পরিবেশ। চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় দেশের সকলস্থানে স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী গৃহীত এই সিদ্ধান্তের ফলে সিলেটেও স্থগিত করা হয়েছে দিবসটি নিয়ে আয়োজিত কর্মসূচীসমূহ। এ পরিস্থিতিতে ঘোষিত কর্মসূচী স্থগিত করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। এছাড়া সিলেটে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সম্মিলিত নাট্য পরিষদের বিভিন্ন অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।