শনিবার ● ৩০ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে দেড়শতাধিক ফলজ গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা, আহত ৫
গাজীপুরে দেড়শতাধিক ফলজ গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা, আহত ৫
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩০ জানুয়ারী ২০১৬,বাংলাদেশ,সময় রাত ৯.৫৮মিঃ) গাজীপুরের কাপাসিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ফেটালিয়া গ্রামে ২৯ জানুয়ারি শুক্রবার সকালে পারিবারিক রাস্তার নাম করে আ. হাই নামে এক কৃষকের প্রায় দেড়শতাধিক ফলজ গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা৷ এদের বাধা দিতে গেলে মহিলা এবং এস এস সি পরীক্ষাথী সহ ৫ জন আহত হয়৷ এ ব্যাপারে কাপাসিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনা স্থল পরিদশর্ন করেছেন৷
জানা যায়, পারিবারিক ওই রাস্তা নিয়ে আ. হাই তার ভাই মাজাহারুল হক মঞ্জু ও তার চাচাত ভাই মানিকের মধ্যে দীর্ঘ দিন যাবত্ বিরোধ চলছিল৷ এ নিয়ে গ্রাম্য সালিশী বৈঠক ও হয়েছে একাধিক বার ৷ কিন্তু কোন পক্ষই সালিশী সিদ্ধান্ত মানেনি৷
প্রত্যক্ষদর্শীরা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, শুক্রবার সকালে হঠাত্ করে মানিকের ভাড়া করা লোকজন জোড় করে প্রতিপক্ষ আ. হাই ও মঞ্জুদের দেড়শাতাধিক গাছ কেটে রাস্তা নির্মাণ করার চেষ্টা করে৷ এ সময় বাড়ী মহিলারা বাধা দিলে তাদেরকে মারধর করা হয়৷ এতে হেনা বেগম, এস এসসি পরীক্ষাথী মোসাদ্দেক হোসেন, আ. হাই, আনোয়ার হোসেন, আব্বাস উদ্দিন গুরুতর আহত হয়৷ আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷ প্রতিপক্ষরা ৬টি আমগাছ, ৪টি লিচু, ৪ কাঠাল, ৩টি রহিণা, মেহগনি, ১৪০টি সুপারী গাছ সহ নানা ধরনের মুল্যবান গাছ কেটে ধ্বংস করে ফেলে৷
এ ব্যাপারে মাজাহারুল হক মঞ্জু আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, কোট থেকে ১৪৪ ধারা জারি থাকা সত্বেও প্রতিপক্ষরা আইনকে অমান্য করে সন্ত্রাসী কায়দায় জোড় পূর্বক আমার বসত বাড়ীর দেড়শতাধিক ফলের গাছ কেটে ফেলে এতে আমার লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়৷ মানিকের বড় ছেলে মাসুদ হোসেন জানান, আমাদের নিজস্ব পৈতৃক সম্পত্তি থেকেই গাছ কাটা হয়েছে৷ ওরা আমাদের বাড়ী থেকে বের হওয়ার রাস্তা ৪ বছর যাবত্ বন্ধ করে দিয়েছে৷ বার বার বলার পর ও রাস্তা দেয়নি তাই আমরা আমাদের নিজেদের জমির উপর দিয়ে রাস্তা তৈরী উদ্যোগ নেই৷
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান,অভিযোগ পেয়েছি , ঘটনাস্থলে পুলিশ গিয়েছে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে৷