শুক্রবার ● ২৭ মার্চ ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে কোয়ারান্টাইনে ৫০ জন, গরীবদের জন্য খাদ্যশস্য নগর টাকা বরাদ্দ
বান্দরবানে কোয়ারান্টাইনে ৫০ জন, গরীবদের জন্য খাদ্যশস্য নগর টাকা বরাদ্দ
বান্দরবান প্রতিনিধি :: করোনা ভাইরাস সংক্রমণ রোধে সচেতনতা বাড়াতে বান্দরবানের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে জেলা মনিটরিং কমিটি। জেলা প্রশাসনের কর্মকর্তা ম্যাজিস্ট্রেট সেনাবাহিনী পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। এছাড়া টহলের পাশাপাশি মাইকিং করে করোনা ভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন করছে সেনাবাহিনী। জনগণকে নিরাপদ দূরত্ব থেকে কেনাকাটা করার জন্য ও মাক্স পরিধান, হাত ধোয়া সহ বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়। এছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এলাকায় এলাকায় জীবাণুনাশক ঔষধ ছিটানো হয়। এদিকে বান্দরবানে করোনা ভাইরাসে কোয়ারান্টাইনে রাখা ব্যক্তির সংখ্যা দিন দিন বাড়ছে। এ পর্যন্ত ৫০ জন কোয়ারান্টাইনে রয়েছেন। এর মধ্যে ১০ জন রয়েছেন হাসপাতালে। জেলা মনিটরিং কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন জানিয়েছেন বান্দরবানে গরীব অসহায়দের জন্য ৪৭ মেট্রিক টন চাল ও সাড়ে ৩ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।