শনিবার ● ২৮ মার্চ ২০২০
প্রথম পাতা » নওগাঁ » নওগাঁয় জনস্বার্থে হাত ধোয়ার ব্যবস্থা ও মাস্ক বিতরণ
নওগাঁয় জনস্বার্থে হাত ধোয়ার ব্যবস্থা ও মাস্ক বিতরণ
নওগাঁ প্রতিনিধি :: নওগাঁর ৬নং দুবলহাটী ইউনিয়নের পিরোজপুর রেন্টিতলা বাজারে সাধারণ জনসাধারণের জন্য করোনা প্রতিরোধে বিশেষভাবে হাত মুখ ধোয়ার ব্যবস্থা ও বিনামূল্যে মাস্ক বিতরণ করেছেন স্থানীয় মেম্বার মো: বাচ্চু মন্ডল। পরীক্ষামূলকভাবে এটি চালু করা হলেও সাড়া পেলে ব্যাপকভাবে এটি চালু করার কথা জানান তিনি।
আজ শনিবার (২৮ মার্চ) সকালে পিরোজপুর রেন্টিতলা বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেম্বার মো: বাচ্চু মন্ডল।
বিশেষ করে রিকশাচালক, দিনমজুর ও নিয়মিত পথেঘাটে চলাচলকারীরা পথের পাশে অস্থায়ী এসব হাত ধোয়ার স্থানে বেশি ক্ষারযুক্ত সাবান দিয়ে তারা হাত ধুয়ে নিবেন।
মেম্বার মো: বাচ্চু মন্ডল জানান, করোনা রোধে সচেতনতাই প্রধান কাজ। সচেতনতার মাধ্যমে করোনা থেকে নিরাপদ থাকা সম্ভব। হাত মুখ ধোয়ার জন্য তাই আমাদের এ বিশেষ আয়োজন। প্রাথমিকভাবে এ কার্যক্রমের সফলতা আসলে আমরা ব্যাপকভাবে এটি নিয়ে কাজ করবো।
পাশাপাশি সমাজের বিত্তবানদের তিনি আহবান জানান, সবাই যেন তাদের বাসার সামনে এরকম ক্ষারযুক্ত সাবানসহ বাড়ির সামনে পানিসহ হাত ধোয়ার ব্যবস্থা করেন।