![মিরসরাইয়ের ভারতীয় ২৪ গরু আটক](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/254-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
শনিবার ● ২৮ মার্চ ২০২০
প্রথম পাতা » শিরোনাম » বিশ্বনাথে বাড়ি বাড়ি যাচ্ছে সরকারি ত্রাণ
বিশ্বনাথে বাড়ি বাড়ি যাচ্ছে সরকারি ত্রাণ
স্টাফ রিপোর্টার :: করোনার প্রাদুর্ভাব রোধে সিলেটের বিশ্বনাথ উপজেলার বাড়ি বাড়ি গিয়ে সরকারি ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকায় উপজেলার হতদরিদ্র ও হোম কোয়ারেন্টিনে থাকা দরিদ্র মানুষদের দেওয়া হচ্ছে এ ত্রাণ।
আজ শনিবার ২৮ মার্চ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন গ্রামের দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে এসব ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণের মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তেল ও সাবান। সেনাবাহিনীও খাদ্য বিতরণে সহযোগিতা করে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, উপজেলা প্রকল্প কর্মকর্তা মাহবুব আলম শাওন ভূইয়া, বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান ছয়ফুল হক, অলংকারি ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, বিশ্বনাথ থানার এসআই ওসমান গণি, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম-সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোাহাম্মদ আলী শিপন ও সদস্য নূর উদ্দিন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, জেলা প্রশাসক স্যারের পক্ষ থেকে কিছু ত্রাণ বরাদ্দ পেয়েছি। তা দিয়ে উপজেলার দু’টি ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে প্রায় ৩০টি হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে, যেন কেউ বাড়ির বাইরে না আসেন।