রবিবার ● ৩১ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » আন্তর্জাতিক » রাঙামাটি জেলার স্থানীয় প্রশাসনের সাথে মিজোরাম রাজ্যের লেজিসলেটিভ অ্যাসেম্বলির প্রতিনিধিদলের সাক্ষাত
রাঙামাটি জেলার স্থানীয় প্রশাসনের সাথে মিজোরাম রাজ্যের লেজিসলেটিভ অ্যাসেম্বলির প্রতিনিধিদলের সাক্ষাত
ষ্টাফ রিপোর্টার ::(৩১ জানুয়ারী ২০১৬,বাংলাদেশ,সময় বেলা ২.২০মিঃ) রাঙামাটির পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ভারতের মিজোরাম রাজ্যের লেজিসলেটিভ অ্যাসেম্বলির ৭ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল৷ এ সময় পরিষদের সদস্য সবির কুমার চাকমা, রেমলিয়ানা পাংখোয়া, মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, রাঙামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তানভীর আজম ছিদ্দিকী এবং পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা উপস্থিত ছিলেন৷
রবিবার (৩১ জানুয়ারি) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের অফিসকক্ষে এ সৌজন্য সাক্ষাত হয়৷
সৌজন্য সাক্ষাতে প্রতিনিধিদলটি ঠেগামুখে স্থলবন্দর চালু এবং আন্তঃদেশীয় রাস্তা নির্মাণে(১২৩ কিমি রাস্তা) দুই সরকারের উদ্যোগের বিষয়ে চেয়ারম্যানকে অবহিত করেন৷ তারা বলেন, এর ফলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে দ্বি-পক্সীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি দু এলাকার (মিজোরাম এবং তিন পার্বত্য জেলা) মানুষের মধ্যে আর্থ-সামাজিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি পর্যটনের বিপুল সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে৷
সৌজন্য সাক্ষাত্তকালে ভারতের মিজোরাম রাজ্যের লেজিসলেটিভ অ্যাসেম্বলির ৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের মিজোরাম লেজিসলেটিভ অ্যাসেম্বলির কমিটি অন পাবলিক আন্ডারটেকিংস্ এর চেয়ারম্যান নিহার কান্তি চাকমা এমএলএ, জে,এইচ রোথুয়ানা এমএলএ, পি,সি জোরাম সাংলিয়ানা এমএলএ, জন সিয়ামকুঙ্গা এমএলএ, ডাঃ কে, বিইচুয়া এমএলএ, প্রকৌশলী লালরিনাওমা এমএলএ, ও মিজোরাম লেজিসলেটিভ অ্যাসেম্বলির জয়েন্ট সেক্রেটারী এইচ লালরিনাওমা উপস্থিত ছিলেন৷ এ দলটিকে সঙ্গ দিয়েছেন চট্টগ্রামস্থ ভারতীয় হাই কমিশনের সহকারি হাই কমিশনার সোমনাথ হালদার এবং কর্মকর্তা রাশু কান্তি রক্ষিত ৷
উল্লেখ্য, ভারতের মিজোরাম রাজ্যের লেজিসলেটিভ অ্যাসেম্বলির প্রতিনিধিদলটি গতকাল শনিবার ৩০ জানুয়ারী রাঙামাটির বরকল উপজেলার প্রস্তাবিত ঠেগামুখ স্থল বন্দরের স্থান পরিদর্শন করেন৷
রাঙামাটির জেলা প্রশাসকের সাথে মিজোরাম রাজ্যের লেজিসলেটিভ অ্যাসেম্বলির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাত
ভারতের মিজোরাম রাজ্যের লেজিসলেটিভ অ্যাসেম্বলির ৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলটি জেলা প্রশাসনের কার্যালয়ে রাঙামাটি জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা জামান এর সহিত সৌজন্য সাক্ষাত করেন৷ এ সময় রাঙামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তানভীর আজম ছিদ্দিকী ও নেজারত ডেপুটি কালেক্টর নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন৷