সোমবার ● ৩০ মার্চ ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য অঞ্চলের কোথাও করোনা রোগী শনাক্ত হয়নি, তিন জেলা পরিষদকে দেড় কোটি টাকা অনুদান : পার্বত্য মন্ত্রী
পার্বত্য অঞ্চলের কোথাও করোনা রোগী শনাক্ত হয়নি, তিন জেলা পরিষদকে দেড় কোটি টাকা অনুদান : পার্বত্য মন্ত্রী
মোহাম্মদ আব্দুর রহিম, বান্দরবান প্রতিনিধি :: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, তিন পার্বত্য জেলায় করোনা ভাইরাস এর রোগীর শনাক্ত হয়নি, করোনাভাইরাস মোকাবেলায় পার্বত্য মন্ত্রণালয় হতে তিন জেলায় ৫০ লক্ষ টাকা করে দেড় কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সোমবার (৩০ মার্চ) সকাল ১১ টায় বান্দরবান পৌরসভা মিলনায়তনে জেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্যক্রম উদ্বোধন ও ত্রাণ বিতরণের সময় তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, করোনাভাইরাস মোকাবেলায় বান্দরবানের সাতটি উপজেলায় পর্যাপ্ত পরিমানের মাক্স থেকে শুরু করে হোম কোয়ারান্টিনে থাকা শ্রমজীবী মানুষদের ত্রাণ বিতরণ করা হচ্ছে। সেনাবাহিনী, পুলিশ, স্বাস্থ্য বিভাগ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, হেডম্যান ও পাড়ার কার্বারীদের সমন্বয়ে প্রতিটি এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। মন্ত্রী আরও বলেন, এখনো পর্যন্ত তিন পার্বত্য জেলায় কোন করোনাভাইরাসে আক্রান্তের সন্ধান পাওয়া যায়নি। স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম ও প্রশাসনসহ আমরা ত্রাণ বিতরণের পাশাপাশি করোনাভাইরাস বিষয়ে জনগণকে সচেতনতা বৃদ্ধি করার জন্য মাঠে কাজ করছি।
প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্যক্রম উদ্বোধন ও ত্রাণ বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবি, পার্বত্য চট্রগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান খোকন, আবুল খায়ের আবুসহ জেলা যুবলীগ নেতা মো. আজম প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, করোনা ভাইরাস মোকাবেলায় পাহাড়ের বিভিন্ন পল্লীগুলোতে নিজ নিজ উদ্যোগে বাঁশের কঞ্চির বেড়া দিয়ে অনির্দিষ্টকালের জন্য লক ডাউন করা হয়েছে। শহরে বিভিন্ন সংগঠনের পাঁচ শতাধিক তরুণ স্বেচ্ছাসেবক জীবাণুনাশক স্প্রে করাসহ ত্রাণ সামগ্রী সংগ্রহ করে উপকারভোগীদের চিহ্নিত করে ত্রাণসামগ্রী বিতরণ ও সচেতনতামূলক কার্যক্রম চালমান রেখেছে। করোনাভাইরাস সন্দেহে জেলায় এ পর্যন্ত প্রবাসীসহ শতাধিক মানুষ প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারান্টিনে রয়েছে এবং বান্দরবান জেলার লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি এই তিনটি উপজেলা পুরোপুরি ভাবে লক ডাউন করে দেওয়া হয়েছে।