রবিবার ● ৩১ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » শিরোনাম » কাউখালীতে এলজিইডির আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে এলজিইডির আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার দূর্ঘম ইউনিয়ন ফটিক
ছড়িতে পার্বত্য চট্টগ্রাম পল্লী উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) বেতবুনিয়া চাইরী বাজার,লক্ষী ছড়ি ভায়া বর্মাছড়ি কানেকটিং টু রাউজান বর্ডার রোড রাঙামাটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়ন উপলক্ষে এক আলোচনা সভা ৩০ জানুয়ারী শনিবার সকাল ১১ টায় ডাবুয়া বৃক্ষভানু পুর উচ্চ বিদ্যালয় নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়৷
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ২নং ফটিক ছড়ি ইউ পি মেম্বার ক্যাচি অং মারমা৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী( চৌচা মং চৌধুরী)৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী রনী সাহা, কাউখালী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ওমর ফারুক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কাউখালীর সহকারী প্রকৌশলী নয়েম্বর চাকমা, ডাবুয়া হেডম্যান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ রফিউল আলম চৌধুরী, আওয়ামীলীগ ফটিক ছড়ি ইউনিয়ন সভাপতি হ্লাথোয়াই মারমা প্রমূখ৷ অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষিকা রেখা রানি বড়ুয়া, ডাবুয়া পাড়ার কার্বারী হরিপুর কার্বারী, কার্বারী উষুথুই মারমা, মেম্বার উষা মং মারমা৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডাবুয়া বৃক্ষ ভানুপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক দেব জ্যোতি চাকমা৷
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কাউখালী উপজেলার ৪ টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে দূর্ঘম ইউনিয়ন এই ফটিক ছড়ি ৷এখানকার মানুষের
জীবন যাত্রা খুবই কষ্টকর৷ পাহাড়ী দূর্ঘম এলাকা হওয়াতে এখানের সাথে উপজেলার দুরত্ব অনেক হওয়ায় এখান কার সাধারন মানুষ অনেক পিছিয়ে আছে৷ উন্নয়নের পূর্ব শর্ত হলো যোগাযোগ ব্যাবস্থা তাই রাঙামাটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক পার্বত্য চট্টগ্রাম পল্লী উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) যে প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে তাতে করে এই এলাকার মানুষের যোগাযোগ ক্ষেত্রে অনেক পরিবর্তন হবে বলে আমার দৃঢ় বিশ্বাস ৷