মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » করোনা ও প্রকৃতি
করোনা ও প্রকৃতি
ফজলুর রহমান :: করোনা নামার পর-
নগরের নাকে নরোম নিঃশ্বাস
পঁচাটে বাতাসের বদলে আদুরে আয়েশ
বৃক্ষশাখে সুখের নাচন, মনোরমা আবাহন।
জলে নতুন করে-
ডলফিনের জলকেলি, জলজদের স্বস্তির সংসার
বালুকায় কচ্ছপ-কাকড়ার নিরাপদ বসতবাড়ি
হেসেখেলে লুটোপুটি, মুক্ত প্রাণে নয়া ছন্দ।
আকাশ আবারো-
পাখির উঠোন, পাখির পুকুর, পাখির জগত
পরাস্ত বিমানের গর্জন, পাখির কলকাকলির জয়
ধরার বুকে পাখির মতো উড়ছে প্রকৃতির পতাকা।
কারাগারে বন্দী কেবল মানুষ
বিবেকের কাঠগড়ায় কেবল মানুষ
মৃত্যু পরোয়ানায় বিচলিত কেবল মানুষ।
লেখক : ফজলুর রহমান,সহকারী রেজিস্ট্রার,চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।