রবিবার ● ৩১ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » শেরপুরে সমকালীন সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
শেরপুরে সমকালীন সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি :: শিল্প-সাহিত্যের উর্বর ভূমি বগুড়া শেরপুরে অপরাজিত শিল্প-সাহিত্য পরিবার এর ‘সমকালীন সাহিত্য আড্ডা গত ২৯ জানুয়ারি শেরপুর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে৷
বেলা ২ ঘটিকায় ১ম পর্বে সংগঠনের আহ্বায়ক নাহিদ হাসান রবিন এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার একেএম. সরোয়ার জাহান৷ প্রধান অতিথি কবি বজলুল করিম বাহার, আলোচক কবি শোয়েব শাহরিয়ার, বিশেষ অতিথি মুহম্মদ রহমতুল বারী, শিবলী মোকতাদির ও নাহিদা আশরাফী, ২য় পর্বে কবি মুহম্মদ রহমতুল বারী’র সভাপতিত্বে প্রধান অতিথি বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি আতিকুর রহমান মিঠু, বিশেষ অতিথি কবি জি.এম হারূন, সরোজ দেব, বৃহত্তর বগুড়া সমিতি ঢাকা’র সভাপতি মাসুদুর রহমান রন্টু ও কবি রফিকুল ইসলাম রনি সম্পাদক ও প্রকাশক সাপ্তাহিক চলনবিলের আলে ও সভাপতি হান্ডিয়াল প্রেস ক্লাব এবং ৩য় পর্বে লিটলম্যাগ সম্পাদকদের নিয়ে বিশেষ অনুষ্ঠানে কবি-সম্পাদক ইসলাম রফিক’র সভাপতিত্বে প্রধান অতিথি শব্দ সম্পাদক- সরোজ দেব, আলোচক হিসেবে চর্যাপদ সম্পাদক- আযাদ নোমান, দাগ সম্পাদক- মিজানুর রহমান বেলাল, আড্ডা সম্পাদক- সানাউল্লাহ্ সাগর, এবং মানুষ সম্পাদক- আনোয়ার কামাল ও হাইফেন সম্পাদক- প্রত্যয় হামিদ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন৷ অনুষ্ঠানে এ বছর কবি মজিদ মাহমুদ কে (কবিতায়), মনি হায়দার কে (কথাসাহিত্যে) ও দাগ সম্পাদক মিজানুর রহমান বেলাল কে (লিটলম্যাগ সম্পাদনায়) বগুড়ার সুনামধন্য প্রয়াত কবি আয়েশা আশরাফ এর নামানুসারে ‘কবি আয়েশা আশরাফ স্মৃতি সাহিত্য সম্মাননা’ কবি চন্দ্রশিলা ছন্দা, অহনা নাসরিন ও মতিউর রহমান মিলন কে অপরাজিত সাহিত্য সম্মাননা, শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফিরুজুল ইসলাম ও শেরপুর থানা অফিসার ইনচার্জ খান মোঃ এরফান কে স্মারক সম্মাননা প্রদান করা হয়৷ কামরুন নাহার কুহেলী ও আফসানা জাকিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে স্ব-রচিত কবিতা পাঠ করেন কবি মুহম্মদ রহমতুল বারী, লতিফ আদনান, এস.এম মামুন জাহান পল্লব, নূরিতা নূসরাত খন্দকার, দীপক কুমার সরকার, মুমিতু জেসমিন, এইচ আলিম, র. ইসলাম শিমুল, কামরুন নাহার কুহেলী, আফসানা জাকিয়া, জেবুননেসা হেলেন, মাহমুদ রিজভী, শাহ আলম, মাহমুদ আলী বাবু, সাংবাদিক লুত্ফর রহমান হীরা, হাদিউল হৃদয়, ছানোয়ার হোসেন, হারেজ উদ্দিন হিরো, মোঃ সুলতান মাহমুদ প্রমুখ৷ আশরাফ আলী ট্রাস্ট ও দেশ পাবলিকেসন্স এর সহযোগিতায় অনুষ্ঠিত আড্ডায় উপস্থিত সকল কবিদেরকে ব্যাগ, কলম, ক্যালেন্ডার ও শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়৷