বুধবার ● ১ এপ্রিল ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » করোনা : বিশ্বনাথে প্রশাসনের মানবিক সহায়তা ও সেনা টহল
করোনা : বিশ্বনাথে প্রশাসনের মানবিক সহায়তা ও সেনা টহল
বিশ্বনাথ প্রতিনিধি :: করোনা ভাইরাসের মহামারীর সংকটময় মূহুর্তে সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মহীন, অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের বাড়ি বাড়ি মানবিক সহায়তা (খাদ্য সামগ্রী) পৌঁছে দেওয়া অব্যাহত রয়েছে। অন্যদিকে চলমান রয়েছে করোনা সংক্রমন রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে সেনাবাহিনীর টহল।
মঙ্গলবার সকালে থেকে রাত পর্যন্ত উপজেলার দৌলতপুর, বিশ্বনাথ সদর, দেওকলস, দশঘর ইউনিয়নের ৭০টি পরিবারের হাতে পৌঁছে দেওয়া হয়েছে মানবিক সহায়তা (খাদ্য সামগ্রী)। এসময় প্রত্যেক পরিবারকে প্রদান করা হয় ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, ২ লিটার তেল।
ত্রান বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য এস এম নুনু মিয়া, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব আহমেদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা মাহবুব আলম শাওন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, প্যানেল চেয়ারম্যান-১ ছুরাব আলী মেম্বার, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু প্রমুখ।
করোনা : খাজাঞ্চী ইউনিয়নের ৫শতাধিক
পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন শংকর চন্দ্র ধর
বিশ্বনাথ প্রতিনিধি :: করোনা ভাইরাসের মহামারীর সংকটময় মূহুর্তে সিলেটের বিশ্বনাথে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ৫শতাধিক কর্মহীন, অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের নিজের ব্যক্তিগত উদ্যোগে মানবিক সহায়তা (খাদ্য সামগ্রী) দিয়েছেন খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকার কান্ডারী শংকর চন্দ্র ধর। এছাড়া বিনামূল্যে ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে ১৫শত মাস্ক বিতরণও করেছেন তিনি।
মঙ্গলবার সকাল থেকে শংকর চন্দ্র ধরের পক্ষ থেকে খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা ইউনিয়নের প্রত্যেক গ্রামের কর্মহীন, অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের বাড়িতে বাড়িতে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন।
এব্যাপারে খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকার কান্ডারী শংকর চন্দ্র ধর বলেন, খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রম মঙ্গলবার থেকে শুরু করেছি। করোনা সংকট সমাধান না হওয়া পর্যন্ত তা চলমান থাকবে। আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দিচ্ছেন সুষ্ঠভাবে।
করোনা : বিশ্বনাথে উপজেলা পরিষদের মাস্ক-সাবান বিতরণ
বিশ্বনাথ প্রতিনিধি :: করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের পক্ষ থেকে জনসাধারণের মাঝে বিনামূল্যে ৫ হাজার মাস্ক ও ৫ হাজার সাবান বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মাস্ক ও সাবান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য এস এম নুনু মিয়া।
এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মাহবুব আলম শাওন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফ উল্লাহ সিতাব, সাধারণ সম্পাদক আবদুল আজিজ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুবলীগ নেতা সায়েদ আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা সিজিল মিয়া প্রমুখ।