বুধবার ● ১ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » নান্দাইলে ট্রাক চাপায় দুই পথচারী নিহত
নান্দাইলে ট্রাক চাপায় দুই পথচারী নিহত
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের নান্দাইলে মালবোঝাই একটি ট্রাকের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। নিহতরা হলেন, নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের মাটিকাটা গ্রামের আমজত আলীর ছেলে পান ব্যবসায়ী সিরাজুল ইসলাম (৫৬) এবং নান্দাইল পৌর এলাকার কাকচর গ্রামের ওয়াহেদ আলীর ছেলে ভ্যানচালক আব্দুর রশিদ (৬০)।
আজ বুধবার (১ এপ্রিল) সকাল পৌনে ৭ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলা সদর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে খাদ্যগুদাম সংলগ্ন স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকাল পৌনে ৭ টার দিকে একটি মালবোঝাই ট্রাক ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের দিকে যাওয়ার পথে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলা সদর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে খাদ্যগুদাম সংলগ্ন এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নিজ বরজের পান বাই-সাইকেলে করে বিক্রি করতে আসা পান ব্যবসায়ী সিরাজুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মৃত্যু হয়। পরে ট্রাক চালক আরো দ্রুত ওই এলাকা থেকে পালিয়ে যেতে ফজরের নামাজ পড়ে রাস্তার পাশে হাঁটতে থাকা পথচারী নান্দাইল পৌর এলাকার কাকচর গ্রামের আব্দুর রশিদকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
নান্দাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ তৌফিকুল ইসলাম বলেন,‘মালবোঝাই ট্রাকটি ময়মনসিংহের দিক থেকে কিশোরগঞ্জের দিকে যাওয়ার পথে প্রথমে সিরাজুল ইসলামকে চাপা দেয়,পরে নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুর রশিদকে চাপা দিলে দু’জনেই ঘটনাস্থলে নিহত হয়। ট্রাকটি আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতেদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।’