রবিবার ● ৩১ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বাংলাদেশের কৃষক চ্যাম্পিয়ন অব দ্য পপুলেশন: ভূমি মন্ত্রী
বাংলাদেশের কৃষক চ্যাম্পিয়ন অব দ্য পপুলেশন: ভূমি মন্ত্রী
ঢাকা প্রতিনিধি :: ( আপলোড : ৩১ জানুয়ারী ২০১৬: বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.২৮ মিঃ) ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি বলেছেন, কৃষিক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উচ্চ ফলনশীল ফসল উত্পাদনে বাংলাদেশের কৃষক এখন যুগান্তকারী বিপ্লব ঘটাচ্ছে৷ আমাদের দেশের কৃষক বর্তমানে চ্যাম্পিয়ন অব দ্য পপুলেশন৷
৩১ জানুয়ারী রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (পুরাতন ভবন) দ্বিতীয় তলা অডিটোরিয়ামে উত্তরবঙ্গ জনকল্যাণ সমিতি, ঢাকার উদ্যোগে উত্তরবঙ্গের কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে আইটি শিল্পের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন৷
উত্তরবঙ্গ জনকল্যাণ সমিতি, ঢাকার সভাপতি প্রকৌশলী রেজাউল করিম এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান, সমিতির মহাসচিব সা’দ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিঙ্ ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর হাফিজ মো. হাসান বাবু, মূল প্রবন্ধ আলোচক প্রফেসর আবদুল মোত্তালিব, প্রফেসর সাইফুল ইসলাম, প্রফেসর ড. আবদুর রাজ্জাক প্রমুখ বক্তব্য রাখেন৷
ভূমিমন্ত্রী শরীফ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাপরিকল্পনার অংশ হিসেবে সরকার আগামী ১৫ বছরে বিনিয়োগ, শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সারাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ নিয়েছে৷ মন্ত্রী বলেন, কে কাকে টেনে নামাবেন এ ইচ্ছাকে বাদ দিয়ে সকলকে উন্নয়নের দিকে এগুতে হবে৷ তিনি বলেন, উত্তরবঙ্গের মানুষের উন্নয়নের কথা ভেবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নীলফামারী সদর উপজেলায় ২টি হাইটেক পার্ক, রংপুর, নাটোর ও সিরাজগঞ্জ সদর উপজেলায় একটি করে আইটি ভিলেজ স্থাপনের জন্য খাস জমি বন্দোবস্ত দেওয়া হচ্ছে৷ তিনি বলেন, ইতোমধ্যে নীলফামারী সদর উপজেলায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে ১০৬ একর জমি বন্দোবসত্ম প্রদান করা হয়েছে৷ পঞ্চগড়েও ২৭৪ একর জমি বরাদ্দের প্রক্রিয়া চলছে বলে মন্ত্রী জানান৷
ভূমি মন্ত্রী বলেন, বিগত সরকারের আমলের চেয়ে শেখ হাসিনার সরকার দৃঢ় মনোবল, নৈতিক ও জনগণের শক্তি দিয়ে বাংলাদেশের উন্নয়ন ঘটিয়ে চলেছেন৷ তিনি বলেন, উত্তরবঙ্গের জিয়াউর রহমান ও এরশাদ সাহেব দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন৷ তারা আমাদের আশাহত করেছেন৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উত্তরবঙ্গে বিশ্ববিদ্যালয় করেছেন, রংপুর বিভাগ করেছেন এবং উত্তরবঙ্গে হাইটেক পার্ক, আইটি ভিলেজ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলে সেখানে অবকাঠামোগত উন্নয়ন তথা অর্থনৈতিক উন্নতি সাধন করেছেন৷ মন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সোনার বাংলা গড়ার নির্দেশ দিয়ে গেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গণতন্ত্র বিরোধী, স্বাধীনতা বিরোধীদের সকল অপচেষ্টা রুখে দিয়ে সোনার বাংলা তথা উন্নত বাংলাদেশ গড়ার প্রয়াসে এগিয়ে চলেছেন৷ তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যেভাবে মুক্তিযুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিলাম, তেমনিভাবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে উন্নত বাংলাদেশ গড়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই৷ মন্ত্রী পরে সমিতির সফল সদস্যদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন৷