বুধবার ● ১ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাই প্রশাসনের করোনা প্রতিরোধে সচেতনা অভিযান
কাপ্তাই প্রশাসনের করোনা প্রতিরোধে সচেতনা অভিযান
অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে কাপ্তাই সেনাবাহিনী, পুলিশ ও জনপ্রতিনিধিদের সহযোগীতায় বিশ্ব মহামারি করোনার বিরুদ্ধে সচেতনতামূলক অভিযান অব্যহত রয়েছে। আজ বুধবার কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেলের নেতৃত্বে উপজেলার নতুন বাজার এলাকা সহ আশেপাশের বিভিন্ন জায়গায় সচেতনতামূলক অভিযান এবং বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় কাপ্তাই সেনাবাহিনী, পুলিশ, গণমাধ্যমব্যক্তি সহ বিভিন্ন জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে এই কার্যক্রমে সহযোগীতা করেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান, কাপ্তাই প্রশাসনের করোনা বিরোধী অভিযান অব্যহত রেখে এলাকাবাসীদের সচেতন করা হচ্ছে যেন অপ্রয়োজনে কেউ বাইরে ঘোরাফেরা না করে, এছাড়াও বাজারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে মনিটরিং কার্যক্রম চলমান থাকবে বলে তিনি আশস্থ করেন।
কাপ্তাই হিল ভিউ ল্যাব এর পক্ষ হতে মাস্ক, স্যানিটাইজার এবং হ্যান্ড গ্লাবস হস্তান্তর
কাপ্তাই :: করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধের লক্ষ্যে কাপ্তাই হিল ভিউ ল্যাব এর পক্ষ থেকে ১০০ টি মাস্ক , ১৯ টি স্যানিটাইজার, ১০০ টি হ্যান্ড গ্লাভস বিতরনের জন্য কাপ্তাই উপজেলা প্রশাসন বরাবরে হস্তান্তর করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এর নিকট হিল ভিউ ল্যাব এর মালিক দীপক দে এই সামগ্রী হস্তান্তর করেন। এই সময় উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো: ইলিয়াছ উপস্থিত ছিলেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল হিল ভিউ ল্যাব এর এই কার্যক্রমের প্রশংসা করে এই সংকট মোকাবেলায় সকলকে এগিয়ে আসার অনুরোধ জানান।
রাইখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ছিটানো হল জীবাণুনাষক স্প্রে
কাপ্তাই :: করোনা ভাইরাসে অস্থির পুর বিশ্ব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে এটি এমন একটি মহামারি ভাইরাস, একমাত্র পরিস্কার পরিছন্নতার মাধ্যমেই এই ভাইরাস প্রতিরোধ সম্ভব। তাই পুরো দেশ জুড়ে চলছে প্রশাসনিক ভাবে পরিস্কার পরিছন্নতা অভিযান। তারই ধারাবাহিকতায় আজ কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন এলাকার নারানগিরি উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়, হেডম্যান কার্যালয়, কৃষিফার্ম এলাকা এবং রাইখালী বাজার হতে কারিগর পাড়া বাজার পর্যন্ত এই জীবাণুনাষক স্পে ছিটানো হয়।রাইখালী ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান এনামুল হকের তত্ত্বাবধানে ইউনিয়ন গ্রাম পুলিশরা এই জীবাণুনাষক স্প্রে ছিটানো কার্যক্রম পরিচালনা করে।
রাইখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়্যারম্যান এনামুল হক জানান, মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে আমরা ইউপি এলকায় বিভিন্ন কার্যক্রম গ্রহন করেছি, তারই প্রেক্ষিতে করোনা ভাইরাস মোকাবেলায় বিভিন্ন এলাকায় এই জীবাণুনাষক স্প্রে ছিটানো হয়।