শুক্রবার ● ৩ এপ্রিল ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » পূর্বরত্নায় ৬ প্রবাসীর ১শ পরিবারকে ত্রাণ সহায়তা
পূর্বরত্নায় ৬ প্রবাসীর ১শ পরিবারকে ত্রাণ সহায়তা
পলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি :: করোনা দূর্যোগে কক্সবাজারের উখিয়ার ৬জন প্রবাসীর অর্থায়নে ১শ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছেন পূর্বরত্না বৌদ্ধ যুব ঐক্য পরিষদ।
আজ শুক্রবার দুপুর ২টার দিকে উখিয়া উপজেলার রত্নাপালং ও হলদিয়াপালং ইউনিয়নের পূর্বরত্না ও রুমখাঁ হাতিরঘোনা দুই গ্রামের কর্মহীন অস্বচ্ছল ১শ পরিবারের এসব ত্রাণ বিতরণ করা হয়।
জানা গেছে, পূর্বরত্না বৌদ্ধ যুব ঐক্য পরিষদের আজীবন সদস্য রূপায়ন বড়ুয়া (সুইজারল্যান্ড) প্রতিষ্ঠাতা সদস্য সুমল বড়ুয়া (দুবাই), প্রতিষ্ঠাকালীন সভাপতি রূপন বড়ুয়া (দুবাই) সদস্য উপসেন বড়ুয়া, সদস্য সুমন্দ বড়ুয়া (বাহারাইন), সদস্য সুবত বড়ুয়া (মালেয়শিয়া) ৬ ছয় প্রবাসীর অর্থায়নে এই ত্রাণ সহায়তায় প্রদান হয়।
এ সময় দুই গ্রামের কর্মহীন অসহায় ১শ বৌদ্ধ এবং মুসলিম পরিবারকে চাল, ডাল, তৈল, সাবান, আলু, পেয়াজ, রসুন, লবণ বিতরণ করা হয় বলে জানিয়েছেন পুর্বরত্না আনন্দ বিহারের অধ্যক্ষ জ্যোতি লায়ন থের ও সার্বিক দায়িত্বে থাকা পিকু বড়ুয়া।
পূর্বরত্না বৌদ্ধ যুব ঐক্য পরিষদের সহযোগিতায় ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ইউ.পি সদস্য মোকতার আহমদসহ গণমান্য ব্যক্তিবর্গ।