শুক্রবার ● ৩ এপ্রিল ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-৩
গাইবান্ধায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-৩
সাইফুল মিলন, গাইবান্ধা :: গাইবান্ধার সুন্দরগঞ্জে পৌর ছাত্রলীগ নেতার ভাড়াবাসা থেকে হাসানুর রহমান (২৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে জড়িত সন্দেহে পৌর ছাত্রলীগ নেতা মাইদুলসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত আসামিদের গাইবান্ধার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ডের মহসিন খন্দকারের ছেলে ও পৌর ছাত্রলীগের আহ্বায়ক মাইদুল ইসলাম (২৯), তার বড় ভাই আব্দুর রাজ্জাক (৩৫) এবং রংপুরের কাউনিয়া থানার হরিশর গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল-মামুন (২৮)। সে একটি ওষুধ কম্পানির স্থানীয় বিক্রয় প্রতিনিধি ও ওই যুবকের প্রতিবেশি ছিলেন।
নিহত হাসানুর রহমান কুড়িগ্রামের ফুলবাড়ি থানার পূর্বফুলমতি গ্রামের নজির হোসেনের ছেলে। এবং তিনি গ্লোব ফার্মাসিটিক্যালসের স্থানীয় বিক্রয় প্রতিনিধি ছিলেন। দীর্ঘদিন যাবৎ ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন হাসান।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, ওষুধ কম্পানির ওই বিক্রয় প্রতিনিধিকে গলায় রশি ঝুলিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চাইলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত।
গত রবিবার (২৮ মার্চ) গাইবান্ধার সুন্দরগঞ্জে পৌর ছাত্রলীগের এক নেতার বাড়ি থেকে পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য কমপ্লেক্স (গোরস্থানপাড়া) এলাকার খন্দকার ভিলা থেকে হাসানুরের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন অনেক বেলা পর্যন্ত ওই বাড়ির ভাড়াটিয়া যুবক ঘরের দরজা-জানালা না খোলায় প্রতিবেশির সন্দেহ হয়। পরে স্থানীয়রা ওই যুবককে ডাকাডাকি করে কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ আরো বাড়ে। পরে বিষয়টি থানা পুলিশকে জানায় প্রতিবেশিরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।