শনিবার ● ৪ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » দক্ষিণ রাউজানে খাদ্য সামগ্রী বিতরণ
দক্ষিণ রাউজানে খাদ্য সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার :: করোনা ছড়াতে দেব না- বাড়ির বাইরে যাব না এই নীতিতে বাড়ির মধ্যে অবস্থানে থাকা শ্রমজীবি মানুষের মাঝে খাদ্য দ্রব্য দিয়েছে দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদ। গতকাল ৩ এপ্রিল শুক্রবার সকালে নোয়াপাড়া পথের হাটে দক্ষিণ রাউজানের কর্মহীন পরিবারের সদস্যদের এসব খাদ্য সামগ্রী দেয়া হয়। সামাজিক দুরুত্ব বজায় রেখে খাদ্য বিতরণ কালে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ ও সহকারি কমিশনার ভুমি আবদুললাহ আল মামুন। পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তী এলাকার মানুষের হাতে হাতে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন। তিনি জানান অসম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে সত্যিকারের অভাবগ্রস্ত পরিবার সমূহকে বাছাই করে এসব সামগ্রী দিচ্ছেন। খাদ্য সামগ্রীর মধ্যে আছে চাল,ডাল,পিঁয়াজ,আলু, লবন, ময়দা,চিনি,দুধসহ ১০ পদে খাদ্য সামগ্রী। পূজা উদযাপন পরিষদের খাবার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন-সুবাষ কান্তি দে, ধনা মলাকার, খোকন চন্দ্র দে, অজিত বিশ্বাস মেম্বার, শ্যামল বিশ্বাস,তপন কৃষ্ণ ঘোষ, রুবেল বৈদ্য, সুজিব দাশ, উজ্জল দাশ,চন্দন আচার্য্য,সাধন শীল, কাজল চক্রবর্তী, সম্ররাট দেবনাথ, সুমন মহাজন, হারাধন মহাজন, চিত্ত রঞ্জন দে,মিঠুন দে, জ্যোতিস্ময় চৌধুরী, আশুতোষ মহাজন ওসিদ্ধার্থ চৌধুরী প্রমুখ।