শনিবার ● ৪ এপ্রিল ২০২০
প্রথম পাতা » ঢাকা » আগামী ৯০ দিনের জন্য মেহনতি পরিবারসমূহের খাদ্য পৌঁছানো নিশ্চিত করুন : শ্রমজীবী নারী মৈত্রী
আগামী ৯০ দিনের জন্য মেহনতি পরিবারসমূহের খাদ্য পৌঁছানো নিশ্চিত করুন : শ্রমজীবী নারী মৈত্রী
ঢাকা :: শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী ও সাধারণ সম্পাদক রাশিদা বেগম আজ এক বিবৃতিতে দেশের প্রায় দেড় কোটি শ্রমজীবী, মেহনতি মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছানো নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন এবং বলেছেন দেশের শ্রমজীবী, মেহনতি মানুষ খাদ্য সংকটে নিপতীত হয়েছে। মেহনতিদের এক বড় অংশই এখন বেকারত্ব, অনাহার ও ভয়াবহ দারিদ্র্যের সম্মুখীন হয়েছে। অনতিবিলম্বে তাদের কাছে জরুরী ভিত্তিতে খাদ্য ও নগদ অর্থ পৌঁছাতে না পারলে তাদের অনেকেই হয়ত না খেতে পেরে আর অপুষ্টিতে মারা যেতে পারে।
বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে খাদ্য ও ত্রাণ সামগ্রী পৌঁছানোর যে ঘোষণা ও তৎপরতা অধিকাংশ শ্রমজীবী মানুষের কাছে এখনও পৌঁছায়নি। এর সাথে যুক্ত হয়েছে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা, দুর্নীতি ও দলীয়করণের মতন সমস্যাসমূহ। এ সম্পর্কিত প্রধানমন্ত্রীর ঘোষণা এখনও কার্যকরী হতে দেখা যাচ্ছে না।
নেতৃবৃন্দ বলেন, শ্রমজীবী মেহনতি পরিবারসমূহের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে না প্রালে কেবল ঘোষণা ও অনুরোধ করে ঘরে রাখা যাবে না। করোনা আতঙ্কের চেয়ে না খেয়ে মরার আতঙ্কই বড় হয়ে দেখা দেবে।
নেতৃবৃন্দ শ্রমজীবী মেহনতি পরিবারসমূহের জন্য কমপক্ষে আগামী ৯০ দিনের প্রয়োজনীয় খাদ্য জোগানসহ তাদের বাসা ভাড়া ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন। একই সাথে নেতৃবৃন্দ গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন ভাতাসহ সরকারের দেয়া ৫ হাজার কোটি টাকা অনুদান গার্মেন্টস শ্রমিকদের কাছে পৌঁছানো নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।