রবিবার ● ৩১ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » খেলা » শিক্ষার্থীদেরকে আধুনিক বাংলাদেশের রূপকার হিসেবে গড়ে তুলতে হবে - এমপি ইয়াহইয়া
শিক্ষার্থীদেরকে আধুনিক বাংলাদেশের রূপকার হিসেবে গড়ে তুলতে হবে - এমপি ইয়াহইয়া
বিশ্বনাথ প্রতিনিধি ::(৩১ জানুয়ারী ২০১৬,বাংলাদেশ,সময় রাত ৮.৫০মিঃ) সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, শিক্ষার্থীদেরকে আগামী দিনের আধুনিক বাংলাদেশের রূপকার হিসেবে গড়ে তুলতে হবে৷ আজকের অপসংস্কৃতির কবল থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে৷ তিনি বলেন, বিশ্বনাথে আমার জন্ম হয়েছে এজন্য আমি গর্বিত৷ এলাকার উন্নয়নই আমার স্বপ্ন৷ আমি পাতরে নয় মানুষের হৃদয়ে নাম লেখাতে চাই৷ আমার নির্বাচনী এলাকাকে শিক্ষা, শান্তি ও উন্নয়নের প্রতিক হিসেবে গড়ে তুলতে চাই ৷ তিনি ৩১ জানুয়ারী রবিবার বিকেলে বিশ্বনাথের সিংগেরকাছ পাবলিক বহুমূখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও সংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন৷
প্রধান অতিথির বক্তব্যে এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেন, এই সরকারের আমলেই সিংগেরকাছ পাবলিক বহুমূখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে প্রায় ৭১ লাখ টাকা ব্যয়ে একাডেমিক ভবনে নির্মাণ কাজ চলছে ৷ কিছু দিনের মধ্যেই এই প্রতিষ্ঠানে একটি কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে৷
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট শিক্ষা বোর্ডের সহকারী মূল্যায়ন কর্মকর্তা সুভাষ রঞ্জন দাস, সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি আমজাদ হোসেন, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সিলেট বু্যরো প্রধান এনামুল হক জুবের, যুক্তরাজ্য প্রবাসী আকবর খান, আবুল কালাম রেজা৷
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিংগেরকাছ পাবলিক বহুমূখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, এলাকাবাসীর পৰে বক্তব্য রাখেন আবারক আলী (সাবেক ইউপি সদস্য), মোশারফ হোসেন, শফিউর রহমান, একাদশ শ্রেণীর ছাত্র আব্দুল আজিজ, ১০ম শ্রেণীর ছাত্র হারুন মিয়া, রেহানা আক্তার পপি৷ অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ৮ম শ্রেণীর ছাত্র আল আমিন ও মানপত্র পাঠ করেন ৯ম শ্রেণীর ছাত্রী আছমা বেগম৷
অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ ৷