রবিবার ● ৫ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » প্রতিটি ঘরে ঘরে সরকরি ত্রান সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে : বাসন্তী চাকমা এমপি
প্রতিটি ঘরে ঘরে সরকরি ত্রান সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে : বাসন্তী চাকমা এমপি
অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: ৩০৯ নং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তি চাকমা বলেন, দূর্যোগকালীন এই মুহুর্তে সরকার প্রতিটি দু:স্থ ও অসহায় পরিবারে ঘরে ঘরে গিয়ে ত্রান সামগ্রী পৌঁছে দিচ্ছেন। কেউ না খেয়ে থাকবে না বলে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই সংকট মোকাবেলা করবো। তাই আসুন সকলে মিলে আমরা এই সংকট উত্তোরন করি।
তিনি আজ রবিবার ৫ এপ্রিল সকালে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার শিলছড়িস্থ বনফুল মহিলা ক্লাব সংলগ্ন চত্বরে তাঁর ব্যক্তিগত উদ্যোগে ৫০ টি অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবন সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ কালে সাংবাদিকদের একথা বলেন।
এসময় কাপ্তাই উপজেলা আ’লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, খাগড়াছড়ি জেলা মহিলা আ’লীগ নেত্রী ইতালি চাকমা, কাপ্তাই উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল, সুজন তনচংগ্যা ধনা, উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী মনোয়ার জাহান,ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য মিনুপ্রু মারমা সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
হতদরিদ্রের পাশে দাঁড়ালো কাপ্তাই নৌ বাহিনী
কাপ্তাই :: বিশ্ব মহামারি কোভিট-১৯ করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা সদর, বড়ইছড়ি, কলেজ রোড, বড়ইছড়ি বাজার, ওয়াগ্গা যৌথ খামার, হেডম্যান পাড়া ও তৎসংলগ্ন এলাকার পরিবেশ জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক ঔষধ ছিটানোর পাশাপাশি দুঃস্থ ও অসহায় ১০০ টি পরিবারের সাহায্যার্থে এগিয়ে এলো কাপ্তাই নৌবাহিনী ।
আজ রবিবার ৫ এপ্রিল কাপ্তাই নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেম এর তত্ত্বাবধানে জেলা নৌ স্কাউটস এর সহযোগিতায় নৌসদস্যরা দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করেন।
এসময় নৌ সদস্যরা ১শত জন হতদরিদ্র পরিবারের নিকট গিয়ে জীবানুনাশক সাবান ও মাস্ক, চাল, ডাল, আলুসহ বিভিন্ন ত্রান সামগ্রী তুলে দেন।
এছাড়া নৌবাহিনীর সদস্যরা জনসমাগম বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে মাইকিং করার পাশাপাশি বিভিন্ন প্রচারণা চালায়। একইসাথে তারা করোনা প্রতিরোধে সচেতনতা তৈরি করতে স্থানীয়দের বিভিন্ন লিফলেট বিতরণসহ নানা পরামর্শ প্রদান করে।