রবিবার ● ৫ এপ্রিল ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » আত্মমানবতার সেবায় এগিয়ে আসলেন রাইখালী ইউপি চেয়্যারম্যান এনামুল
আত্মমানবতার সেবায় এগিয়ে আসলেন রাইখালী ইউপি চেয়্যারম্যান এনামুল
অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের খন্তাকাটা এলাকার ১৫ জন হতদরিদ্র অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন রাইখালি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. এনামুল হক। এছাড়া তিনি চিংসামং নামের একজন অসহায় ব্যাক্তিকে নগদ অর্থ সহায়তা করেছেন। আজ রবিবার ৫ এপ্রিল এ ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়্যারম্যান মো. এনামুল হক নিজস্ব তহবিল থেকে ১৫ জন হতদরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে প্রতি পরিবারকে ৯ কেজি করে চাউল তুলে দেন। এসময় ইউপি সদস্যরা উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।
চেয়ারম্যান এনামুল হক জানান, ইতিমধ্যে তার ইউনিয়নে সরকারি পক্ষ হতে শত শত হতদরিদ্রের মাঝে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল, লবন সহ অন্যান্য জিনিস বিতরণ করা হয়েছে।।
কাপ্তাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ত্রান বিতরণ
কাপ্তাই :: বাংলাদেশ ছাত্রলীগ কাপ্তাই উপজেলার উদ্যোগে ১২০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। আজ রবিবার ৫ এপ্রিল কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এই ত্রান সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ড ছাত্রলীগের মাধ্যমে ঘরে ঘরে ত্রান সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন, সাধারন সম্পাদক এ আর লিমন, সহ সভাপতি বাবলু বিশ্বাস, ওয়াগ্গা ইউনিয়নে সাধারণ সম্পাদক সাদ্দাম, চন্দ্রঘোনা ইউনিয়নে সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সুমন ও কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক মামুন উপস্থিত ছিলেন।