রবিবার ● ৫ এপ্রিল ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় করোনা ভাইরাস প্রতিরোধে সেনা তৎপরতা
গাইবান্ধায় করোনা ভাইরাস প্রতিরোধে সেনা তৎপরতা
সাইফুল মিলন, গাইবান্ধা :: করোনা ভাইরাসের সংক্রামণ প্রতিরোধে গাইবান্ধা জেলা শহরের রাস্তাঘাটগুলোতে ও বিভিন্ন মোড়ে অহেতুক ঘোরাফেরা ও আড্ডা না দিয়ে বাড়ি ফিরে যেতে সেনাবাহিনীর পক্ষ থেকে পথচারিদের পরামর্শ দেয়া হচ্ছে।
শনিবার ও রবিবার গাইবান্ধার সাত উপজেলার ও জেলা শহরের বিভিন্ন সড়কে এ তৎপরতা শুরু করেছে সেনা সদস্যরা। রিক্সা, মটর সাইকেলে দু’জন এবং অটোবাইকে এক সাথে গাদাগাদি করে অতিরিক্ত যাত্রী পরিবহনের ক্ষেত্রেও বাধা দিয়ে অতিরিক্ত যাত্রী নামিয়ে দিয়ে পরিবহন চালকদের বাড়ি ফিরে যেতে পরামর্শ দেয়া হচ্ছে। যাতে এ জেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব হয়। এছাড়া অহেতুক ঘোরাফেরা করা এবং মোড়ে মোড়ে আড্ডা দেয়ার ক্ষেত্রেও সেনাবাহিনী বাধা প্রদান করে সকলকে বাড়ি ফিরে যেতে বলা হচ্ছে। শহরের বাইরে থেকে রিক্সা, মটর সাইকেল ও বাই-সাইকেল নিয়ে শহরের মধ্যে প্রবেশ করার ক্ষেত্রেও বাধা দেয়া হয়। এমনকি রিক্সাসহ যাত্রীদের নামিয়ে দিয়ে রিক্সা চালকদের ফেরত পাঠানো হচ্ছে।
তবে এব্যাপারে দরিদ্র রিক্সাচালকরা জানান, এতে তারা যাত্রী পরিবহন করতে না পেরে দুর্ভোগের কবলে পড়েছে। কেননা প্রতিদিন নির্ধারিত টাকায় ভাড়া নিয়ে তারা দিনভর রিক্সা চালিয়ে যে আয় করে তা দিয়ে রিক্সা ভাড়া পরিশোধ করা এবং তাদের পরিবার-পরিজনের জীবন জীবিকা হয়ে থাকে। এভাবে দিনের পর দিন রিক্সা চালাতে না পেরে তারা অর্থাভাবে পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগের কবলে পড়ছে। এক্ষেত্রে তারা ত্রাণ সহায়তারও প্রত্যাশা করেন।
গাইবান্ধায় করোনা নিয়ে গুজব ছড়ানোর দায়ে আটক ৪
গাইবান্ধা :: গাইবান্ধার সুন্দরগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ। শনিবার অভিযান চালিয়ে তাদের আটক করে রংপুর মহানগর ডিবি পুলিশ সদস্যরা। আটককৃতরা হলেন- উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ কাঠগড়া গ্রামের আখতারুজ্জমানের ছেলে অনিক (২৪) ও অঙ্কন (২১), বদিউজ্জামানের ছেলে তামিম (২৭) এবং আবদুল মান্নান মিয়ার ছেলে আশিক (২১)।
বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহফুজ ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই চার যুবককে আটকের পর তাদের রংপুর নেয়া হয়। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত পোস্ট তুলনামুলক কমে গেছে বলেও জানান তিনি।
শনিবার রংপুর ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মুহাম্মদ আবদুল আলীম মাহামুদ জানান, আটককৃতরা রংপুর নগরীর ধাপ এলাকায় সৌদি প্রবাসী এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। পুলিশ ধাপ এলাকা ঘিরে রেখেছে। যে কোনো সময় ধাপ এলাকা লকডাউন হতে পারে। ধাপের লোকেরা সাবধান। এমন একটি মিথ্যা পোস্ট ফেসবুকে শেয়ার করে গুজব ছড়ান। এতে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শুক্রবার রাতে ডিবি পুলিশের উপ-কমিশনার উত্তম কুমার পাঠকের নেতৃত্বে অভিযান চালিয়ে রংপুর নগরীর জিএলরায় রোড থেকে প্রথমে সমির ঘোষকে আটক করা হয়। পরে বাকি চারজনকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা থেকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা করে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ কমিশনার।
গাইবান্ধায় হোম কোয়ারেন্টাইনে ১৫৮
গাইবান্ধা :: করোনা ভাইরাসে গাইবান্ধায় আজ রবিবার নতুন করে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে গত ২৪ ঘন্টায় ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পর তাদের করোনা ভাইরাস সংক্রমনের কোন প্রমাণ না পাওয়ায় ৫ জনকে ছেড়ে দেয়া হয়েছে। এদিকে এখন পর্যন্ত আমেরিকা প্রবাসী দু’জনসহ তার সংস্পর্শে আসা আরও দু’জনসহ মোট ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত। এরমধ্যে ৩ জন গাইবান্ধা জেলা সদর হাসপাতালের আইসোলেসন ও সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং অপরজন সাদুল্যাপুরের হবিবুল্যাহপুর গ্রামের হোম কোয়ারেন্টাইনে রয়েছে।
সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ জানান, রোববার সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে বিদেশ ফেরত ১৫৮ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ঢাকা থেকে রক্ত পরীক্ষার ফলাফল না জানা পর্যন্ত সন্দেহজনক রোগীদের হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।
রোববার জেলা প্রশাসকের এক প্রেস রিলিজে জানা গেছে, এ পর্যন্ত জেলার ৭টি উপজেলা ও ৪টি পৌরসভায় ১৭ হাজার ৫শ’ দরিদ্র শ্রমজীবি কৃষক পরিবারের মধ্যে ১শ’ ৭৫ মে. টন খাদ্য সামগ্রী ও ১৭ হাজার ৪শ’ পরিবারের মধ্যে ৮ লাখ ৭০ হাজার টাকা বিতরণ করা হয়। এছাড়া বিতরণের জন্য জেলা প্রশাসনের ত্রাণ ভান্ডারে ১শ’ ৮৬ মে. টন খাদ্য সামগ্রী ২ লাখ ২০ হাজার টাকা মজুদ রয়েছে।