সোমবার ● ৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » পাবনা » চাটমোহর ব্যবসায়ী সমিতির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ শুরু
চাটমোহর ব্যবসায়ী সমিতির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ শুরু
মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার চাটমোহর উপজেলা ব্যবসায়ী সমিতি ৬ এপ্রিল সোমবার সকাল ১০টা থেকে দুপুুর ১২টা পর্যন্ত নোভেল করোনা ভাইরাস-এর প্রভাবে বন্ধ থাকা ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ী সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে। সমিতির কার্যালয়ের খাদ্য সামগ্রীর বিতরণ উদ্বোধন করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
ব্যবসায়ী সমিতি’র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন বলেন,‘চাটমোহর ব্যবসায়ী সমিতি’র নিজস্ব অর্থায়নে প্রথম দফায় ২৬২ জন সদস্যের মাঝে চাল, ডাল, ভোজ্য তেল, আলু, লবন ও একটি করে সাবান ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে। ক্যাটাগরি অনুযায়ী আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যস্ত খাদ্য সামগ্রী’র প্যাকেট বিতরণ করা হবে।
ব্যবসায়ী সমিতি’র সাধারণ সম্পাদক আব্দুল মুতালিব বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দোকান ভাড়া মওকুফ করার ব্যাপারে সমিতি’র পক্ষ থেকে আগামীতে মার্কেট মালিকদের প্রতি অনুরোধ জানিয়ে চিঠি প্রেরণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, সমিতি’র সহ-সভাপতি জিয়ারুল হক সিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুল আলম শাপলা, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, কোষাধ্যক্ষ ইউনুস আলী, দপ্তর সম্পাদক নুর মোহাম্মদ রান্টুসহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রথমদিনে সমিতি’র ৭০ জন ক্ষুদ্র ব্যবসায়ী সামাজিক দূরত্ব বিধি অনুসরণ করে সুশৃঙ্খলভাবে খাদ্য সামগ্রী’র প্যাকেট গ্রহণ করেন।
চাটমোহরের ৩টি গ্রুপ যৌথ উদ্যোগে ১০০ টি পরিবারের পাশে দাড়ালেন
পাবনা :: পাবনার চাটমোহরে ৬ এপ্রিল সোমবার সকাল ১০টা থেকে দিনব্যাপীা ভূমিহীন উন্নয়ন সংস্থা ও রানা মাস্টার স্মৃতি সংসদ এর সহযোগিতায়- আলোচিত চলনবিলের বওশা ব্রিজ গ্রুপ এবং বৃ-গুয়াখড়া পাবলিক লাইব্রেরীর উদ্যোগে প্রাথমিক ভাবে নোভেল করোনা ভাইরাস-এর প্রভাবে দুস্থ্য ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে।
চাটমোহরের বিভিন্ন এলাকায় সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে ১০০ টি দুস্থ্য ও দরিদ্র কর্মহীন পরিবার কে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।
চলনবিলের বওশা ব্রিজ গ্রুপের মনির হোসেন সবুজ বলেন, প্রচারের উদ্দেশ্য না দেখে , আসুন যাদের সামর্থ্য আছে তারা অন্তত একটি পরিবারের পাশে দাড়ায় । সবাই সরকারি নির্দেশনা মেনে চলি। দুরত্ব বজায় রেখে করোনা ভাইরাসের মোকাবিলা করি। নিজে ঘরে থাকি। নিজে সুস্থ্য থাকি অপরকে সুস্থ্য রাখী।
করোনা মোকাবিলা যুদ্ধে হবো জয়ী-এই স্লোগানে সরকারের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে সোস্যাল মিডিয়ার যুগে সবাই কে এই যুদ্ধে এগিয়ে আসার অনুরোধ জানিয়ে অর্থ মন্ত্রণালয়ের মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির পরিচালক মোঃ নূরে আলম মেহেদী বলেন, ভূমিহীন উন্নয়ন সংস্থা ও রানা মাস্টার স্মৃতি সংসদ এর সহযোগিতায় আলোচিত চলনবিলের বওশা ব্রিজ গ্রুপ ও বৃ-গুয়াখড়া পাবলিক লাইব্রেরীর উদ্যোগে প্রাথমিক ভাবে আমরা আজ সামাজিক দুরত্ব বজায় রেখে চাটমোহরের বিভিন্ন এলাকায় ১০০টি পরিবারের বাড়ীতে বাড়ীতে গিয়ে চাউল, আলু, ডাল, তেল, ও সাবানের ১টি করে প্যাকেট বিতরণ করা হয়। তিনি আরো বলেন, পর্যায়ক্রমে চলতে থাকবে।