মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় ডাক্তারের অবহেলায় রাস্তায় জন্ম নিল নবজাতক শিশু
গাইবান্ধায় ডাক্তারের অবহেলায় রাস্তায় জন্ম নিল নবজাতক শিশু
সাইফুল মিলন, গাইবান্ধা :: গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সন্তান প্রসবের জন্য এসে চিকিৎসা না পেয়ে রাস্তায় একটি ফুটফুটে ছেলে সন্তান প্রসব করেন এক মা। সোমবার রাত ৮ টায় মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে মাত্র ২০০ গজ দুরে মধ্যপাড়া সরকারি বিদ্যালয়ের সামনের রাস্তায় ঘটনাটি ঘটে। নবজাতক ভুমিষ্টকারি ওই মায়ের নাম মিষ্টি আকতার (২০)। তিনি সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে আব্দুর রশিদের স্ত্রী। এ ঘটনায় বিক্ষুব্ধ জনগণ মাতৃসদন ঘেরাও করে।
নবজাতকের পরিবার ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, আব্দুর রশিদ তার স্ত্রীর প্রসব ব্যাথা উঠলে দ্রুত তাকে গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেওয়ার ব্যবস্থা করেন। একটি অটো বাইকে করে মিষ্টি আকতারকে নিয়ে এলে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দায়িত্বরত কর্মী তৌহিদা বেগম কোন রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়াই অন্তসত্বা ওই মহিলাকে অন্যত্র নিয়ে যেতে বলেন। পরিবারের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ করা সত্বেও বিষয়টির প্রতি তৌহিদা বেগম কোন কর্ণপাত করেননি। এতে কালক্ষেপন না করে অন্যত্র নিয়ে যাওয়ার সময় মাত্র ২০০ গজ দুরে মধ্যপাড়া সরকারি বিদ্যালয়ের সামনের রাস্তায় ব্যাথার প্রচন্ডতায় অন্তসত্ত্বা মহিলা চিৎকার শুরু করেন এবং একটি ফুটফুটে ছেলে সন্তান প্রসব করেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে দেখতে পায় রাস্তার উপর অটোবাইকে একটি সন্তান জন্ম দিয়েছেন একজন মা। সন্তান প্রসবের পর মায়ের প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। পরে বাধ্য হয়ে কেন্দ্র কর্তৃপক্ষ পরবর্তী চিকিৎসা প্রদান করে।
এ ব্যাপারে বিশিষ্ট সমাজসেবক ওয়াজিউর রহমান র্যাফেল বলেন, মাতৃসদনের কর্মকর্তা কর্মচারীরা এ ধরনের ঘটনা মাঝে মধ্যেই ঘটিয়ে থাকেন। তারা রোগী না দেখেই ক্লিনিকগুলোতে যাওয়ার পরামর্শ দেন। গাইবান্ধা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর শহিদ আহমেদ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লি¬ষ্টদের যথাযথ চিকিৎসা প্রদানের বাধ্য করেন। তিনি বলেন করোনা আতংকে যদি কোন কর্মচারি রোগিদের সাথে এ ধরনের আচরণ করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক ডা. সেকেন্দার আলী বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
রবিদাস সম্প্রদায়ের মাঝে ত্রাণ বিতরণ
গাইবান্ধা :: করোনায় কর্মহীন গাইবান্ধা পৌরসভার রবিদাস সম্প্রদায়ের ৫০টি পরিবারের মাঝে মঙ্গলবার গাইবান্ধা জেলা বাসদের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে ৩ কেজি চাল, ২ কেজি আলু এবং আধা কেজি মশুর ডাল দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বাসদের সমন্বয়ক গোলাম রব্বানী, জেলা ফোরাম সদস্য সুকুমার চন্দ্র মোদক, ইসরাত জাহান প্রমুখ।
ত্রাণ বিতরণের সময় জেলা বাসদের সমন্বয়ক গোলাম রব্বানী করোনাকালে কর্মহীন শ্রমজীবি মানুষের পাশাপাশি মধ্যবিত্ত, নিম্নবিত্ত কর্মহীন মানুষের মাঝে বিনামূল্যে আগামী ৬ মাস রেশন প্রদান এবং প্রত্যেক জেলায় করোনা ভাইরাস সনাক্ত করণের ল্যাব প্রতিষ্ঠার দাবি জানান।
গাইবান্ধায় হোম কোয়ারেন্টাইনে ১৫৮
গাইবান্ধা :: গাইবান্ধায় মঙ্গলবার নতুন করে করোনা ভাইরাস সন্দেহে গত ২৪ ঘন্টায় কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামে একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে গত ২৪ ঘন্টায় ১৫৮ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পর তাদের করোনা ভাইরাস সংক্রমনের কোন প্রমাণ না পাওয়ায় ৯ জনকে ছেড়ে দেয়া হয়েছে।
অপরদিকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে আরও নতুন ২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তদুপরি এ জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ৫ জনের মধ্যে গাইবান্ধা জেলা সদর হাসপাতালের আইসোলেসনে ৩ জন এবং সুন্দরগঞ্জ ও সাদুল্যাপুরের হবিবুল্যাহপুর গ্রামের হোম কোয়ারেন্টাইনে ২ জনকে রাখা হয়েছে বলে সিভিল সার্জন সুত্রে জানা গেছে।