মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাইয়ে কেপিএম এর ১০ আনসার সদস্য হোম কোয়ারেন্টাইনে
কাপ্তাইয়ে কেপিএম এর ১০ আনসার সদস্য হোম কোয়ারেন্টাইনে
অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: রাঙামাটির কাপ্তাই উপজেলার কেপিএম এর আনসার ক্যাম্পের ১০ জন আনসার সদস্যের করোনা সন্দেহে হোম কোয়ারেন্টনে রাখা হয়েছে। আজ মঙ্গলবার ৭ এপ্রিল থেকে ১৪ দিন তারা কোয়ারেন্টাইনে থাকতে হবে। কেউ বের হতে পারবেনা। বর্তমানে ঐ এলাকাটা লক ডাউন করা হয়েছে।
এই বিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, দুই আনসার সদস্য সম্প্রতি জ্বরে আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আনসার সদস্য সঞ্চয় দাশ এবং মো. আব্দুল হামিদ এর নমুনা সংগ্রহ করে তা চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অভ ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজেজেজে (বিআইটিআইডি) পাঠানো হয়। সেখান থেকে তাদের ফলাফল যদি নেগেটিভ আসে তবে তাদের স্বাভাবিক চিকিৎসা সেবা দেয়া হবে এবং যদি পজিটিভ আসে তাহলে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবে। এবং তিনি আরও জানান ফলাফল পজিটিভ পাওয়া গেলে কোয়ারেন্টনে থাকা আনসার সদস্যদের খাবার সরবরাহসহ প্রয়োজনীয় ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে করা হবে।।
কাপ্তাই উপজেলার অবস্থানরত সর্বসাধারণকে সচেতন থাকা ও প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলার জন্য তিনি অনুরোধ জানান ইউএনও।
আত্মমানবতার সেবায় এগিয়ে আসলেন প্রকৌশলী সুভাষ চৌধুরী
কাপ্তাই :: কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী সুভাষ চৌধুরী। গত সোমবার (৬ এপ্রিল) তাঁর ফেইসবুকের একটা পোস্ট ভাইরাল হয়। পোস্টে তিনি লিখেন: লক ডাউনে মধ্যবিত্ত যারা মান-সম্মানের ভয়ে সাহায্যের জন্য বলতে পারছেন না, যারা আমার নিয়ন্ত্রিত এলাকায় বসবাস করেন, তারা ০১৫১৭২৬৭৩৯৭ নাম্বারে কল দিলে ঘরে গিয়ে ত্রান সহায়তা পৌঁছে দেওয়া হবে।
আজ মঙ্গলবার ৭ এপ্রিল সকালে তাঁর দপ্তরে কাপ্তাই প্রেস ক্লাব সাধারন সম্পাদক ঝুলন দত্তের সাথে এই বিষয়ে কথা হলে, তিনি জানান সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে মানবিক দিক বিবেচনা করে তিনি তাঁর সাধ্যমত চাল, ডাল, তেল, আলু, ময়দা সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য তাদের ঘরে পৌঁছে দিচ্ছেন। তিনি জানান, তাঁর পোস্ট পেয়ে গতকাল তার দপ্তরের আওতাধীন কাপ্তাই, রাজস্থলী এবং বিলাইছড়ি উপজেলার ১২ জন উক্ত নাম্বারে কল করেছিলেন। তৎমধ্যে যারা কাপ্তাই বসবাস করেন তাদের ঘরে গিয়ে ত্রান সহায়তা এবং বাকী উপজেলার গুলো তিনি বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়েছেন। সকলকে গোপনীয়তা রক্ষা করে ছবি না তুলে তিনি এই সহায়তা দিচ্ছেন।
তাঁর সহায়তা পেয়েছেন এই রকম নাম প্রকাশে অনিচ্ছুক দুই পরিবারের সাথে কথা হলে, তারা জানান, ঐ নাম্বারে ফোন করার সাথে সাথে তিনি মোটরবাইক করে তাদের ঘরে ত্রান সামগ্রী পৌঁছে দিয়েছেন।
আবাসিক প্রকৌশলী সুভাষ চৌধুরী জানান, তিনি সাধ্যমতে ত্রান সহায়তা দিবেন।
মানবতার সেবক প্রকৌশলী সুভাষ চৌধুরীর এই কার্যক্রমের প্রশংসা করে কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন জানান, তাঁর মতো সকলে যার যার অবস্থান হতে এগিয়ে আসলে এই সংকটকালীন মূহুর্তে কেউ কস্টে দিন পার করবেনা।
রাইখালি ইউপি আরো ২৭০ পরিবারকে ত্রান বিতরণ
কাপ্তাই :: কাপ্তাইের রাইখালী ইউপি কতৃক সরকারি সহায়তায় করোনা ভাইরাসের প্রকোপে কর্মহীন হতদরিদ্র ২৭০ পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার ৭ এপ্রিল হতদরিদ্র পরিবারগুলোর মাঝে বাড়ি বাড়ি গিয়ে ত্রানসামগ্রী বিতরণ করা হয়। এ সময় রাইখালী ইউপি ভারপ্রাপ্ত চেয়্যারম্যান এনামুল হক ও ইউপি সদস্যরা উপস্থিত থেকে এই ত্রান বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।