বুধবার ● ৮ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে এক দৃষ্টান্ত স্থাপন করলেন ছাত্রলীগ নেতা লিমন
হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে এক দৃষ্টান্ত স্থাপন করলেন ছাত্রলীগ নেতা লিমন
অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউপি আওতাধীন এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা আবিউর রহমান ও ফেরদৌস আরা বেগমের মেঝ সন্তান আলিব রেজা লিমন। মুক্তিযোদ্ধা পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে আলিব রেজা লিমন প্রতিনিয়ত দেশের কল্যাণে, সমাজের কল্যাণে সর্বোপরি আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। যেমনটা করোনার প্রকোপে আয়রোজগার হারানো অসহায় হতদরিদ্র অনেক পরিবারের পাশে নিঃস্বার্থভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়ে নিরলস কাজ করে যাচ্ছে আলীব রেজা লিমন।
বলাবাহুল্য আলীব রেজা লিমন জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত একজন সৈনিক হিসেবে কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশপাশি অনেক গুলো সংগঠন কে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। আলীব রেজা লিমন মুক্তিযুদ্ধ মঞ্চ ও বঙ্গবন্ধু স্মৃতি সংসদ রাঙ্গামটি জেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছে। শুধু তাই নয় কাপ্তাই উপজেলায় নানা দুর্যোগকালীন সময়ে তাঁর ভুমিকা ছিল অন্যতম। নিজের জীবন বাজি রেখে নদীতে ঝাঁপ দিয়ে অন্যের জীবন বাঁচিয়ে ও এক দুঃসাহসীকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। এছাড়া যে কোন মানুষের বিপদে আপদে সবসময় এগিয়ে আসেন সৎ সাহসী এই ছাত্রলীগ নেতা।
দেশের এই দুর্যোগকালীন সময়ে ও থেমে নেয় তাঁর মানবতার সেবার কর্মকান্ডগুলো। মহামারি করোনা ভাইরাসে যখন নিম্মশ্রেণীর অসহায় মানুষগুলো কর্মহীন হয়ে মানবেতর জীবন পার করছে। ঠিক সেই সময়ে এই ছাত্রলীগ নেতা অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে দিচ্ছে ত্রানসামগ্রী। কাপ্তাই ছাত্রলীগ কর্মীদের নিয়ে তিনি দেশের সেবায়, আত্মমানবতার সেবায় সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।
এই বিষয়ে ছাত্রলীগ নেতা আলিব রেজা লিমনের সাথে এই প্রতিবেদকের কথা হলে তিনি জানাই, আগামী ৯ এপ্রিল আমার জন্মদিন। প্রতিবছর জন্মদিনের জমানো টাকা দিয়ে বন্ধুদের সাথে অনেক আনন্দ করি কিন্তু এইবার আমার জন্মদিনের জমানো টাকা গুলো ও মানবসেবায় বিতরণ করবো। জন্মদিনের জমানো টাকা দিয়ে আমি হতদরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়াবো। এছাড়া তিনি জানান, তাঁর ব্যাক্তিগত সহায়তায় তিনি গত ৫ এপ্রিল থেকে প্রায় শতাধিক হতদরিদ্র পরিবারকে ত্রানসামগ্রী পৌঁছে দিয়েছে। এছাড়া যদি অসহায় কোন ব্যাক্তি চক্ষুলজ্জায় ত্রানসামগ্রী চাইতে না পারে ফোন করে তাঁকে জানালে তিনি বাসায় গিয়ে গিয়ে ত্রানসামগ্রী পোঁছে দিচ্ছে। এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে প্রায় ৫০০ মাস্ক ও ৩০০ গ্লাবস বিতরণ সহ ও প্রতিনিয়ত জীবাননুনাশক ছিটানো কার্যক্রম করে যাচ্ছেন তিনি। তিনি জানান, এখনই সময় এই দুর্দিনে আমাদের সকলের উচিৎ হতদরিদ্র খেটে খাওয়া মানুষগুলোর পাশে দাঁড়িয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়া।
মানবতার ফেরিওয়ালা এই ছাত্রলীগ নেতা আলীব রেজা লিমনের মানবসেবার কর্মকান্ড কে স্বাগত জানিয়ে প্রশংসা করেন কাপ্তাই উপজেলা ১নং চন্দ্রঘোনা ইউপি চেয়্যারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, কাপ্তাই ছাত্রলীগ সভপতি এম নুর উদ্দিন সুমন সহ বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
করোনা ভাইরাস সচেতনায় নিরন্তর প্রচারনা চালাচ্ছে কাপ্তাই তথ্য অফিস
কাপ্তাই :: কাপ্তাই তথ্য অফিসের ব্যবস্থাপনায় ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি রোধে কাপ্তাই উপজেলার বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে প্রচারনা চালানো হচ্ছে।
কাপ্তাই তথ্য অফিসার মোঃ হারুন জানান, কাপ্তাই তথ্য অফিস কতৃক করোনা ভাইরাস প্রতিরোধ সচেতনা কার্যক্রমের অংশহিসেবে উপজেলার প্রতিটি ইউনিয়ন এলাকায় প্রতিনিয়ত প্রচারনা চালিনো হচ্ছে। কাপ্তাই উপজেলার বড়ইছড়ি, নতুনবাজার, চন্দ্রঘোনা, কেপিএম এলাকা, রাইখালী বাজার এলাকা, মিশন হাসপাতাল এলাকা সহ প্রতিটি ইউপি এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে কাপ্তাই তথ্য অফিস সচেতনামূলক প্রচারনা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।