বুধবার ● ৮ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » এমপি’র পক্ষে খাদ্য সহায়তা পেলেন রাউজানে কর্মহীন শ্রমিকরা
এমপি’র পক্ষে খাদ্য সহায়তা পেলেন রাউজানে কর্মহীন শ্রমিকরা
স্টাফ রিপোর্টার :: করোনা ভাইরাসের সংক্রামন ঠেকাতে যানবাহন চলাচলের উপর বিধি নিষেধ আরোপ করার ফলে শত শত গণপরিবহন শ্রমিক বেকার হয়েছে পড়েছে। এই পরিস্থিতিতে সংকটে পড়া রাউজানের চার শতাধিক পরিবহন শ্রমিককে খাদ্য সামগ্রী দিয়েছেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষ থেকে। আজ বুধবার রাউজান সরকারি কলেজ প্রতিজন শ্রমিক নিরাপদ দুরুত্বে দাঁড়িয়ে শ্রমিকগণ খাদ্য সামগ্রীর প্যাকেট গ্রহণ করেন। এর আগে এলাকার সাংসদ শ্রমিকদের উদ্দেশ্যে মোবাইল ফোনে লড স্পিকারে বক্তব্য রাখতে গিয়ে সকলকে ধর্য্য করে সরকারের নির্দেশনা অনুসারে ঘরে থাকতে পরামর্শ দেন। বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জীবন বাঁচাতে বিভিন্ন ভাবে কাজ করছেন। তার নিদ্দেশনা অনুসরণ করে করোনা দুর্যোগে রাউজানের সকল শ্রেণি পেশার মানুষের পাশে থেকে কাজ করছেন। তিনি উপস্থিত শ্রমজীবি মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন কর্মহীন মানুষের সহায়তায় পর্যাপ্ত খাদ্যদ্রব্য মওজুদ রয়েছে। ইতিমধ্যে ৩৫ হাজার পরিবারে খাদ্য পৌঁছে দেয়া হয়েছে। পাশাপাশি আমার পুত্র ফারাজ করিম চৌধুরীর পক্ষে সেন্ট্রাল বয়েজ অব রাউজান ১০ হাজার মধ্যভিত্ত পরিবারে খাদ্যদ্রব্য পৌঁছানোর ব্যবস্থা করেছে। চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির সহযোগিতায় আয়োজিত এই খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, রাউজান থানার ওসি কেফায়েত উল্লাহ, পিআইও নিয়াজ মোরশেদ, পৌরসভার দ্বিতীয় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির সভাপতি সৈয়দ হোসেন কোম্পানী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও শ্রমিক ইউনিয়ন নেতা মো. ইউনুচ প্রমুখ।
এস আলম গ্রুপ রাউজানে দিল চিকিৎসকদের সুরক্ষা সরঞ্জাম
রাউজান :: রাউজানের চিকিৎসকদের জন্য সুরক্ষা সরঞ্জাম দিল এস আলম গ্রুপ। গতকাল প্রতিষ্ঠানটি পক্ষে এক কর্মকর্তা এসব সরঞ্জাম উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জোনায়েদ কবির সোহাগ এর হস্তান্তর করেন। ইউএনও জানিয়েছেন ওই শিল্প গ্রুপ থেকে পাওয়া সুরক্ষা সরঞ্জামের মধ্যে আছে ৫০টি পিপিই মাক্স, হ্যান্ড মৌজা। এগুলো গ্রহণ করে দেয়া হয়েছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুর আলম দীনের কাছে।