বুধবার ● ৮ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ঘরে ঘরে ত্রান পৌঁছে দিচ্ছে রাঙামাটি জেলা প্রশাসনের ইমার্জেন্সী রেসপন্স টিম
ঘরে ঘরে ত্রান পৌঁছে দিচ্ছে রাঙামাটি জেলা প্রশাসনের ইমার্জেন্সী রেসপন্স টিম
স্টাফ রিপোর্টার :: ইমার্জেন্সী রেসপন্সটিমের মাধ্যমে ঘরে ঘরে ত্রান সামগ্রী পৌঁছে দিচ্ছেন রাঙামাটি জেলা প্রশাসন। গরীব, অসহায় ও কর্মহীন জনসাধারনের মাঝে জেলা প্রশাসনের ত্রান তৎপরতার সাথে সাথে সামাজিক দূরত্ব বজায় রাখতে এই উদ্যোগ নেন রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ। ৮ এপ্রিল বুধবার সকাল থেকে ঘরে ঘরে ত্রান পৌঁছানোর এ কার্যক্রম শুরু হয়।
১১ সদস্যর মোটরবাইকবাহী ইমার্জেন্সী রেসপন্সটিমের নেতৃত্ব দিবেন রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) উত্তমকুমার দাশ। এই টিম মানুষের ঘওে ঘরে ত্রান পৌঁছিয়ে দেবেন। জেলা প্রশাসন সূত্র জানায়, স্থানীয় জনসাধারনের সাথে সমন্বয় করারপরও অনেক সময় নিন্মআয়ের মানুষ তালিকা থেকে বাদ পরে যায়, বাদ পরা লোকজনের নাম জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের কন্ট্রোল রুমের মাধ্যমে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভাবে যদি যোগাযোগ করা হয় জনসাধারনের ঘরে গিয়ে ত্রান সহায়তা পৌছে দিবে এই ইমার্জেন্সী রেসপন্সটিম।