বৃহস্পতিবার ● ৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » করোনা ভাইরাস : কাউখালীতে ত্রাণ বিতরণ
করোনা ভাইরাস : কাউখালীতে ত্রাণ বিতরণ
মো. ওমর ফারুক,কাউখালী প্রতিনিধি :: করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রান্ত কাউখালী উপজেলায় সরকার ঘোষিত গরীব,অসহায়,দুস্থদের মাঝে উপজেলা পরিষদ, জেলা পরিষদের সমম্বয়ে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে ত্রাণ বিতরন করা হয়।
ত্রাণ বিতরন কার্য্যক্রমের উদ্ভোধন করেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দিপংকর তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই প্রু চৌধুরী, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা,কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সামশু দোহা চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার শতরুপা তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা, মহিলা ভাইস-চেয়ারম্যান নিংবাইউ মারমা, আওয়ামী লীগ উপজেলা শাখার সাধারন সম্পাদক মো. এরশাদ সরকার, ঘাগড়া ইউপি চেয়ারম্যান জগদীশ চাকমা, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যাজাই মারমা ও বিআরডিবি চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন প্রমুখ।
জানা যায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ হতে ১৬ মেট্রিক টন চাল এবং কাউখালী উপজেলা আওয়ামীলীগের পক্ষ হতে ৫লক্ষ টাকার আলু, সয়াবিন তৈল, ডাউল, লবণ, পিয়াজ কিনে উপজেলা পরিষদকে প্রদান করা হয় এবং উপজেলার চার ইউনিয়নের দুই হাজার অসহায়, গরীব, দুস্থদের মাঝে প্রতি পরিবারে ৮ কেজি করে চাউল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ,আদা কেজি মশুরীর ডাউল, আদা কেজি লবণ, আদা লিটার সয়াবিন তৈল এবং ১টি করে হুইল সাবান প্রদান করা হয়।