শনিবার ● ১১ এপ্রিল ২০২০
প্রথম পাতা » কুষ্টিয়া » জনপ্রতিনিধি কাকে বলে শিবলী সাদিকের কাছ থেকে শিক্ষা নেয়া উচিৎ
জনপ্রতিনিধি কাকে বলে শিবলী সাদিকের কাছ থেকে শিক্ষা নেয়া উচিৎ
শামসুল আলম স্বপন :: করোনার ভয়াবহ অবস্থার কারণে বিশ্বস্বাস্থ্য সংস্থার অনুরোধে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে সর্তক অবস্থা জারি করে রাজধানীসহ বিভিন্ন জেলায় লকডাউন করার সিদ্ধান্ত দেন। সেই সাথে তিনি জনগণকে ঘরে থাকারও জন্য অনুরোধ জানান । তারপরও মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে বাইরে বেরুতে থাকে। এরই প্রেক্ষিতে রাষ্ট্রপতির সাথে আলাপ করে প্রধানমন্ত্রী দেশ ও মানুষের স্বার্থে আমাদের জনপ্রিয় সেনাবাহিনীকে মাঠে নামিয়েছেন। দেশের মানুষ যাতে নিত্যপ্রয়োজনীয় (চাল,ডাল,লবন,তেল ) দ্রব্য সামগ্রীর জন্য কষ্টে না থাকে তার জন্য তিনি প্রশাসনের মাধ্যমে ত্রাণ সহায়তা প্রদান করছেন। সেই সাথে তিনি কেরোনা থেকে রক্ষা পাওয়ার জন্য ৩১ প্রকার নির্দেশেনা দিয়েছেন । পাশাপাশি সকল জনপ্রতিনিধিদেরকে এই দুর্যোগময় মুর্হুতে জনগনের পাশে থেকে সার্বিক সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন ।
প্রধানমন্ত্রীর এই জনকল্যাণ কর নির্দেশনা পেয়ে দিনাজপুর-৬ আসনের (ঘোড়াঘাট,হাকিমপুর,বিরামপুর,নবাবগঞ্জ) বারবার নির্বাচিত জনপ্রিয় এমপি শিবলী সাদিক অসহায়,গরীব,নিম্ম মধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বন্ধুর মত । তিনি প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করছেন অক্ষরে অক্ষরে। শিবলী সাদিক এমপি বলেছেন, এই দুর্যোগে আমার নির্বাচনী এলাকার একজন মানুষকেও না খেয়ে মরতে দেবো না । তিনি নিজের টাকায় তাঁর এলাকার ৪০ হাজার অসহায় মানুষকে ১৫ দিনের খাদ্য সামগ্রী প্রদান করার প্রতিশ্রুতি দিয়ে সহায়তা করে যাচ্ছেন। তিনি সরকারি ১০টাকা কেজির চাল জনগণের জন্য ফ্রি করে দিয়েছেন । নিজের পকেট থেকে ডিলারদেরকে পেমেন্ট করছেন । এতে প্রতিদিন ৪শ পরিবার জনপ্রতি ৫ কেজি করে ফ্রি চাল পাচ্ছেন । করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য এমপি শিবলী সাদিক ব্যক্তিগত ভাবে চিকিৎসক,পুলিশ,সাংবাদিক, স্বেচ্ছাসেবীদেরকে এ পর্যন্ত ৭শ পিপিই (পার্সোনাল প্রোটেকশন ইকুয়েভমেন্টস) বিনামূল্যে প্রদান করেছেন। তিনি ভবিষ্যতের জন্য আরো ৬শ পিপিই মওজুদ করে রেখেছন। তিনি ৪টি উপজলায় প্রায় ১০ লক্ষ টাকার জ্বরের ওষুধ, হেক্সিসল,হ্যান্ডস্যানিটাইজার,ম্যাক্সসহ চিকিৎসা সামগ্রী ফ্রি প্রদান করেছেন। এ নিয়ে তিনি গত ১ মাসে তাঁর নির্বাচনী এলাকায় নিজের পকেট থেকে নগদ টাকাসহ প্রায় ২ কোটি ২৩ লক্ষ টাকা ব্যয় করেছেন । তাঁর এলাকায় সরকারি ত্রাণ চুরির ঘটনাও তেমনটি নেই ।
এমপি শিবলী সাদিক বলেন, আমরা জনগণের সেবা করবো এই প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছিলাম । এখন দুর্যোগ চলছে । মানুষের পাশে দাঁড়ানো জনপ্রতিনিধি হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব । তা ছাড়া “মাদার অব হিউমিনিটি” মাতৃতুল্য প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করার জন্য যদি আমার সব সম্পদ জনগণকে দান করতে হয় তাতেও রাজি আছি । তিনি আরো বলেন, জনগণ যদি ভালো না থাকে তা হলে কি আমরা জনপ্রতিনিধিরা ভালো থাকতে পারবো ? এখন যদি কৃষকরা খাদ্য উৎপাদন করতে না পারে তা হলে দেশে খাদ্যাভাব দেখা দিতে পারে। তাই আমাদের এব্যাপারে সজাগ হতে হবে। দিতে হবে কৃষকদের সার্বিক সগযেগিতা ।
এ ব্যাপারে ওই এলাকার বিশিষ্ট সমাজসেবী ও দিনাজপুর নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশসক রোকমুনুরজামান রনি বলেন, শিবলী সাদিক দিনাজপুর -৬ আসনের মানুষের জন্য আর্শীবাদ। তিনি এই মহাদুর্যোগের সময় রাজধানী ছেড়ে এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে সেবা দিয়ে যাচ্ছেন। তাঁর মহতী উদ্যোগ যেমন প্রশংসা কুড়িয়েছে তেমন জনপিয়তাও বেড়েছে তাঁর কয়েক গুন।
প্রিয় পাঠক, আমাদের দেশের ৩৩০ জন এমপি যদি শিবলী সাদিকের মত হতেন তা হলে হয়তো দেশের এই করুন অবস্থা হতো না । দিনাজপুর-৬ আসনের মানুষ যেমন স্বস্তিতে আছে, তেমন স্বস্তি পেতেন সারা দেশের মানুষ এটা আমদের বিশ্বাস । কিন্তু একজন এমপি তো বলেছেন এখন এলাকায় যাবো কি তোদের বোন বিয়ে করতে ? হায়রে জনপ্রতিনিধি এরা নাকি সমাজ সেবক,জনদরদী, দুখী মানুষের বন্ধু,তাদের চরিত্র নাকি ফুলের মত পবিত্র ?