শনিবার ● ১১ এপ্রিল ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » করোনায় কর্মহীনদের খাদ্যসহায়তা দিচ্ছে মাটিরাঙ্গা ইউপি
করোনায় কর্মহীনদের খাদ্যসহায়তা দিচ্ছে মাটিরাঙ্গা ইউপি
নুরনবী অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: দলমত নির্বিশেষে অসহায়, কর্মহীন, দিনমজুর, প্রতিবন্ধী, বয়বৃদ্ধ, বিধবা ও ডিভোর্সি সহ করোনাভাইরাসের প্রভাবে আয়-রোজগার বন্ধ হওয়া মানুষদের মাঝে খাদ্যসহায়তা পৌঁছে দিচ্ছে মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদ। প্রতিটি ওয়ার্ড মেম্বার, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের দেয়া তালিকানুযায়ী তারা নিরলসভাবে সরকার প্রদত্ত খাদ্যসহায়তা পৌছে দিচ্ছি। আর নতুন নতুন বাদপড়া খাদ্যসহায়তা না পাওয়া ব্যক্তি বা পরিবারের নাম সংগ্রহ করে উপজেলা প্রশাসনের মাধ্যমে তাদের খাদ্যসহায়তা প্রদানে সহযোগিতা অব্যাহত রাখছে বলে মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদ জানিয়েছে।
১০ এপ্রিল শনিবার ইছাছড়া, ধলিয়া হাজাপাড়া, কমল চরণ চাকমা পাড়া, বেরাই চন্দ্র কার্বারী পাড়া, কাপপাড়াসহ ১ ও ২ নং ওয়ার্ডে খাদ্যসহায়তা বিতরণ করা হয়েছে প্রায় ৫৫ পরিবারের মধ্যে। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রুবায়াত তানিম, ইউনিয়ন পরিষদ সচিব কিশোর ধামাই , মেম্বারদের মধ্যে মলেন্দ্র লাল ত্রিপুরা ও চন্দ্র কিরণ ত্রিপুরা উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা বলেন, এ পর্যন্ত আমরা উপজেলা প্রশাসনের সহযোগিতায় চাল, আলু ও তেলসহ ৮৭ পরিবারকে , আবার চাল ১০ কেজি করে ২০০ পরিবারকে, জেলা পরিষদের সহায়তায় চাল, আলু ও তেলসহ ২৪৫ পরিবারকে খাদ্যসহায়তা দিয়েছি। এ ছাড়া তৈকাতাং এলাকার হামে আক্রান্ত ২১ শিশু পরিবারকে দিয়েছি পুষ্টিকর খাবারসহ খাদ্যসহায়তা। তবে সরকারি নির্দেশনা না থাকায় যাদের ভিজিএফ, ভিজিডি ও গুচ্ছগ্রামের রেশন সহায়তা চলমান রয়েছে তাদের এই খাদ্যসহায়তা তালিকায় নাম অন্তরভূক্ত করা হয়নি। তবে যারা পাওয়ার অধিকার রাখেন তারা জনপ্রতিনিধি অথবা স্ব স্ব ইউনিয়নের ট্যাগ অফিসারের মাধ্যমে নাম অন্তরভুক্তি করাতে পারবেন। বরাদ্ধ পাওয়া মাত্র আমরা তাদের নিকট খাদ্যসহায়তা পৌঁছে দিবো।