শনিবার ● ১১ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাইয়ে মার্কেটিং অফিস লকডাউন : কর্মচারীকে হোম কোয়ারেন্টাইন থাকার নির্দেশ
কাপ্তাইয়ে মার্কেটিং অফিস লকডাউন : কর্মচারীকে হোম কোয়ারেন্টাইন থাকার নির্দেশ
অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: ফেনী থেকে রাঙামাটির কাপ্তাইয়ে আসা মার্কেটিং অফিসের এক কর্মচারীর বাসা লকডাউন করেছে উপজেলা প্রশাসন। এসময় মাকেটিং অফিসের অফিস সহায়ক মো. এমদাদ হোসেনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ শনিবার (১১ এপ্রিল) সকালে কাপ্তাইয়ের নতুন বাজার এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় এ নির্দেশ দিয়েছে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম আশ্রাফ আহমেদ রাসেল।
এদিকে বহিরাগত কেউ যেন কাপ্তাইয়ে প্রবেশ করতে না পারেন সে জন্য উপজেলা প্রশাসন থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। কাপ্তাই-চট্টগ্রাম সড়কের কয়েকটি স্পটে সেনাবাহিনী ও পুলিশ বসিয়েছে চেক পোষ্ট। প্রতিদিন ২ থেকে ৩বার করে উপজেলাটির সবকটি এলাকায় চালানো হচ্ছে সচেতনতা মুলক অভিযান।
কাপ্তাইয়ে কেপিএম এলাকায় ২ আনসার সদস্যের করোনা রিপোর্ট নেগেটিভ
কাপ্তাই :: রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার কেপিএম আনসার ক্যাম্পের কর্মরত ২ আনসার সদস্যের রক্তের নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছেন আজ শনিবার( ১১ এপ্রিল) বিকেল ৫ টায়।
কাপ্তাই উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাসুদ আহমেদ চৌধুরী জানান, কাপ্তাইয়ের কেপিএম এলাকার আনসার ক্যাম্পের দুই আনসার সদস্য সঞ্চয় দাশ এবং মো: আব্দুল হামিদ নামে দুই আনসার সদস্যের করোনা উপসর্গ দেখা দেওয়ায় গত মঙ্গলবার তাদের নমুনা সংগ্রহ করে তা চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অভ ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজেজেজে (বিআইটিআইডি) পাঠানো হয়। কিন্তু আজ তাদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। অর্থাৎ তারা করোনা ভাইরাসে আক্রান্ত নন বলে এই স্বাস্থ্য কর্মকর্তা জানান।।
চন্দ্রঘোনা ইউনিয়নে আরোও ৩০০ জন পেলো জেলা পরিষদের ত্রান সহায়তা
কাপ্তাই :: নোবেল করোনা ভাইরাস (কোভিট-১৯) সংক্রমণরোধে কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ। এই অবস্থায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ হতে ২য় ধাপে কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের ৩০০ টি দরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। সেই সাথে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী ব্যক্তিগত উদ্যোগে ৩০০ কেজি আলু প্রদান করেন।
আজ শনিবার (১১ এপ্রিল) ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদে জেলা পরিষদের সদস্য প্রকৌশলী থোয়াই চিং মারমা, সদস্য সান্তনা চাকমা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরীর সহ ইউনিয়ন পরিষদের সদস্যদের উপস্হিতিতে এই ত্রান সহায়তা প্রদান করা হয়।
ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী জানান, সামাজিক দুরত্ব নিশ্চিতকল্পে ইউনিয়ন পরিষদ হতে দূরবর্তী ওয়ার্ডে আমরা নিজের গিয়ে ঘরে ঘরে এই সব ত্রান সহায়তা পৌঁছে দিচ্ছি।