![রাঙামাটিতে জুলাই গণহত্যার ভিডিও এবং ছবি প্রদর্শনী](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/2035-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
সোমবার ● ১ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বিশ্বনাথে চাষীদের মধ্যে তিল বীজ বিতরণ
বিশ্বনাথে চাষীদের মধ্যে তিল বীজ বিতরণ
বিশ্বনাথ প্রতিনিধি :: (১ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ১১.৪৫মিঃ) সিলেটের বিশ্বনাথে চাষীদের মধ্যে তিল বীজ বিতরণ করা হয়েছে৷ ১ ফেব্রুয়ারী সোমবার উপজেলার লামাকাজি ইউনিয়নে সত্পুর ও সাঙ্গিরাই গ্রামের ৬০ জন কৃষকের মধ্যে ওই বীজ বিতরণ করা হয়৷ উপজেলা পরিষদের অর্থায়নে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়৷
আনুষ্ঠানিকভাবে তিল বীজ বিতরণ করেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক৷ এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আলী নূর রহমান, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার খান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা যাদব আচার্য্য, নূরুন্নবী, জিয়াউর রহমান, কৃষক আব্দুল মনাফ, বাবুল মিয়া, জামাল মিয়া, রহিম খান, আব্দুল রুপ ও সিরাজ উদ্দিন প্রমুখ ৷