সোমবার ● ১৩ এপ্রিল ২০২০
প্রথম পাতা » বগুড়া » কর্মহীনদের মাঝে নেপালতলী ইউনিয়নে ত্রান বিতরন
কর্মহীনদের মাঝে নেপালতলী ইউনিয়নে ত্রান বিতরন
আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি :: বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু পক্ষে আজ সোমবার বগুড়ার গাবতলী নেপালতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড ডওর বাজার এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে ও করোনা মুক্ত থাকার কারনে কর্মবিমুখ (কর্মহীন) দুঃস্থ-দিন মজুরদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ওহাব মন্ডল, বাবলু প্রাং, গাবতলী থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ, যুবদল নেতা তুহিন আহম্মেদ, রুবেল মিয়া, সৌকত আহম্মেদ, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম আরিফ ও মেহেদুল ইসলাম পিস্তা প্রমুখ।
গাবতলীতে কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
বগুড়া :: করোনা ভাইরাস এর কারনে মানুষ কর্মহীন হওয়ায় বগুড়ার গাবতলী কাগইল ইউনিয়নের শৌলাকান্দি গ্রামে বিশিষ্ট সমাজসেবক সাহাদত হোসেনের ব্যক্তিগত উদ্যোগে আজ সোমবার প্রায় ৫শতাধিক কর্মহীন মানুষদের মাঝে খাদ্য (ত্রান) সামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রান সামগ্রী বিতরণের উদ্ধোধন করেন সমাজসেবক সাহাদত হোসেন ও তাঁর পরিবারের সদস্যরা। এ সময় তিনি ও পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের কর্মহীন দুঃস্থ মানুষদের বাড়ী বাড়ী গিয়ে খোঁজখবর নেন এবং ত্রান সামগ্রী পৌচ্ছে দেন। এ সময় উপস্থিত ছিলেন সাহাদত হোসেনের বড় পুত্র রিয়াদ আহম্মেদ সেতু, ছোট পুত্র আব্দুল কাদের জিলানী ও জিয়াদ হোসেন, ব্যবসায়ী মশিউর রহমান পুটু, আপেল মাহমুদ, জনি আহম্মেদ ও কামাল উদ্দিন। এ সকল ত্রান সামগ্রী গাবতলী কাগইল, শৌলাকান্দি, চকপাড়া ও মালাহার গ্রামের কর্মহীন মানুষদের মাঝে বিতরন করা হয়। খাদ্য সামগ্রী মধ্যে ছিল (৫কেজী চাল- ১কেজী আটা- হাফ কেজী ডাল-হাফ কেজী লবন- ১লিটার সোয়াবিন তৈল ও ১টি সাবান)।
ত্রান বিতরন কালে সাহাদত হোসেন বলেন, দুঃস্থ মানুষদের কল্যাণে সাহায্য করা একটি মহৎ কাজ। করোনা ভাইরাস এর কারনে এই ক্লান্তিলগ্নে আত্ম মানবতা সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, মানুষ মানুষের জন্য। আসুন আমরা সবাই মিলে কর্মহীন মানুষের পাশে দাঁড়াই। পরিশেষে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে মহান আল্লাহ তায়ালা নিকট ক্ষমা ও প্রার্থনা (ইবাদত) করা এবং সকলকে স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকারোও আহবান জানান তিনি।